শিরোনাম
রূপগঞ্জে বিএনপি-জামাতের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
রূপগঞ্জ প্রতিবেদকঃ বিএনপি-জামাতের ডাকা ১০ ডিসেম্বর মহা সমাবেশের নামে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামিলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। বৃহস্পতিবার ৮ ডিসেম্বর সকালে ও বিকেলে উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীরা ঢাকা সিলেট মহাসড়কে এ বিক্ষোভ মিছিল বের করে। এসময় উভয় ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় থেকে বের হয়ে মিছিলগুলো ভুলতা ও গোলাকান্দাইল গোলচক্করসহ ঢাকা সিলেট মহাসড়কে মিছিল করেন। এসময় মিছিলকারীরা ভুলতা ও গোলাকান্দাইল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উভয়ে তাদের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে অংশ নেয়া দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। #