চাঁদা দিবি কাজ করবি; নয়তো কাজ বন্ধ! রূপগঞ্জে বেপরোয়া চাঁদাবাজ আমাতুল্লাহ
রূপগঞ্জ প্রতিবেদকঃ নিজের ক্রয় করা জমিতে চাঁদা না দিয়ে নির্মাণ কাজ শুরু করতে পারেন না নতুন জমি মালিকরা। শুধু তাই নয়, চাঁদা না দেয়ায় মামলা, হামলার শিকার হচ্ছেন স্থানীয় নিরীহ লোকজন। এমনকী সাবেক ইউপি সদস্য মাসুদ রানাকেও হয়রানী করে আসছে দীর্ঘদিন ধরে ৷ এমন ঘটনা নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাদিরারটেক এলাকার। এ ঘটনায় ১১ জানুয়ারি বুধবার সকালে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী রূপগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাসুদ রানা বলেন, বর্তমানে বাড়িয়ারটেক এলাকার ছাদেক মিয়ার ছেলে আমাতুল্লাহ ভুইয়ার কথা মতো চাঁদা না দেয়ায় তার বাড়ির কাজ করতে দিচ্ছে না। তার সীমানার আশপাশে জমি ক্রয় করলে তার চাহিদামতো আশপাশের সবাইকে নির্ধারিত হারে টাকা দিতে হয়। না দিলেই হামলা করে উল্টো সেই মামলা করে হয়রানি করে। মাসুদ রানা বলেন, আমার জমিতে কাজ করার জন্য আমি ইট বালু রড রেখেছি। আমার কাছেই ১০ লাখ টাকা দাবী করে আসছে। এ বিষয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি। কাদিরাটেকের বাসিন্দা রুবেল মিয়া বলেন, পূর্বাচলে বালি ব্যবসার ড্রেজার লাগালে আমাতুল্লাহ ও তার লোকজন তার কাছে ৫ লাখ টাকা চাঁদাদাবী করে। ওই টাকা না দেয়ায় আমার উপর হামলা করে। সে ঘটনায় থানায় মামলা দিলে সে বিভিন্নভাবে আমাকে হয়রানি করে। আমার বাড়িতে ডাকাতি করিয়ে সর্বস্ব লুট করে। ঘরের জানালা দিয়ে অস্ত্র রেখে ধরিয়ে দেয়ার চেষ্টা করে। পরে সে অস্ত্রসহ সে নিজেই আইন শৃঙ্খলা বাহীনির কাছে ধরা খায়। পরে তার বিরুদ্ধে মামলা হলে সে মামলা নারায়ণী আদালতে চলমান। তিনি আরও বলেন, আয়াতুল্লাহ একজন মামলাবাজ, স্থানীয় প্রভাব খাটাতে জালিয়াতি করে থাকে, পাশাপাশি চাঁদাবাজি তার আসল পেশা। একই গ্রামের গৃহীনি জিয়াসমিন বলেন, আমাতুল্লাহ নিজে সনাক্ত স্বাক্ষী আমার কাছে ৩ শতক জমি কিনে দেয়। কিন্তু ওই জমিতে সে এখন ৫ লাখ টাকা দাবী করতেছে। ওর দাবীকৃত টাকা না দেয়ায় গত ৪ বছর ধরে জমিতে কাজ করতে দিচ্ছে না। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আমাতুল্লাহ তার বন্ধু মোন্তাজদ্দিনকে পানিতে ফেলে হত্যা করে। সে সময় পরিবারের লোকজন অসহায় থাকায় মামলা করেনি। একইভাবে স্থানীয় বাসিন্দা জামান মিয়াকেও হত্যার অভিযোগ ওঠলে জমি বিনিময় করে মিমাংসা করে নেয়। স্থানীয়দের অভিযোগ, আমাতুল্লাহ দিনভর মদ্যপ থাকে। তার বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলে না। কেউ প্রতিবাদ করলেই প্রথমে সে হামলা করে,পরে উল্টো মামলা করে হয়রানি করে। তার রয়েছে নামে বেনামে অবৈধ সম্পদ। ভারত থেকে দাতা সাজিয়ে হিন্দুদের জমি আতœসাতের রয়েছে অভিযোগ। এসব বিষয়ে জানতে চাইলে আমাতুল্লাহ বলেন, জমি নিয়ে ঝামেলা থাকলে বাঁধা দেয়া অন্যায় নয়। আর আগে যেসব অভিযোগ ছিলো সেসব স্থানীয়ভাবে মিমাংসা করেছি। অস্ত্র মামলা আদালতে মোকাবিলা করতেছি। এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। #