শিরোনাম
গোলাকান্দাইল জনকল্যাণ সংস্থার উদ্যেগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে গোলাকান্দাইল জনকল্যাণ সংস্থার উদ্যেগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার ( ১৪ জানুয়ারী) রাত ৮টায় বাগমোচড়া এলাকায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে শতাধিক গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সংস্থার সভাপতি তাইজুল ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন ৬ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ নাছির মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন গোলাকান্দাইল জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক আসাদউল্লাহ ডালি, সাবেক ইউপি সদস্য জব্বর মিয়া, সাংবাদিক নজরুল ইসলাম, সফিকুর রহমান জনি, মোস্তফা ভুইয়া, প্রশাসক আব্দুল হক রানা, মোশারফ মাস্টার সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, সকলে মাদককে না বলুন, সমাজে সন্ত্রাস বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রণী ভুমিকা রাখাসহ কল্যাণকর কাজে সক্রিয় থাকারও প্রত্যয় ব্যক্ত করেন এবং সংস্থার উদেশ্য বাস্তবায়নের অংশ হিসাবে আজ প্রাথমিক অবস্থায় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। সংস্থার পক্ষ জনকল্যাণে সংস্থাটি সব সময় এভাবেই কাজ করবে বলে জানান বক্তারা। #