শিরোনাম
রূপগঞ্জে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ
রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস সোনারাগাঁও আঞ্চলিক বিপনয়ণ শাখা কর্তৃপক্ষ। রোববার (১৫ই জানুয়ারী) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে তারাবো পৌরসভার রূপসী, মইকুলী, খিদিরপুর, নয়াপাড়া ও খাদুন এলাকায় ৪ কিলোমিটার ব্যাপী প্রায় ৫ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এসময় একটি কয়েল ফ্যাক্টরী, একটি বেকারী, ও কয়েকটি খাবার হোটেলের অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়।
উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন, ব্যবস্থাপক ( ইএসএস) প্রকৌ. রফিকুজ্জামান, উপ-ব্যবস্থাপক হাসান আহমেদ, উপ-ব্যবস্থাপক প্রকৌ. রিফাত আব্দুল্লাহ, সহকারী প্রকৌ. সৈয়দ তাফহীম অনিক, প্রকৌ. নাজমুল হাসান নয়ন, প্রকৌ. জাহিদুল ইসলাম, উপসহকারী প্রকৌ. শাহীনুজ্জামান, প্রকৌ. সুজিল মিয়া, সিনিয়র বিক্রয় সহকারী ফাভজুল হক, সাহায্যকারী খৈয়ম বেপারী প্রমুখ।
এসময় উপ-ব্যবস্থাপক হাসান আহমেদ বলেন, দীর্ঘদিন যাবৎ এ এলাকায় তিতাসের উচ্ছচাপের লাইন থেকে নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস ব্যবহার করছেন। আজ চারটি গ্রামের প্রায় ৫,হাজার বাড়ীর এ অবৈধ সংযোগ গুলো বিচ্ছিন্ন করেছি। আমাদের এ অভিযান চলমান থাকবে। #