রুপগঞ্জে নিখোঁজ মোঃ রুবেলের সন্ধান মেলেনি ৩ মাসেও
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে রুবেল নামের এক যুবক সোনারগাও তার কর্মস্থল থেকে গত ৩ মাস আগে নিখোঁজ হলেও এখনো তার সন্ধান মেলেনি। এ ঘটনায় সোনারগাও থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং ২৩৮, তাং ২৫/১২/২০২২ ইং। নিখোঁজ রুবেলের মোবাইলটি সোনারগাঁও থানার কোন এক ব্যক্তির কাছে আছে বলে জানান মেঘনাস্থ এলাকার ইমন প্রধান ড্রেজারের মালিক জমশেদ মিয়ার ফোনালাপের মাধ্যমে গত ৪ জানুয়ারী ইশার নামাজের আগে ০১৭৪৩-৯৩৫৩৫২।অভিযোগ সূত্রে জানা যায় নিখোজ মোঃ রুবেল মিয়া (২৮) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা জাঙ্গীর এলাকার মোহাম্মদ আমান উল্লাহ ছেলে। তার জন্ম তাং ০১/০১/১৯৯৫ ইং জাতীয় পরিচয় পত্র নং ৫১০ ৮০০৫ ০৫৮। সে দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ জেলার সোনারগাও থানাধীন মেঘানাস্থ ইয়াকুব মিয়ার ড্রেজারে চাকুরী করে আসছিলো। গত ২৪ অক্টোবর ২২ইং তারিখে রুবেলের ব্যবহিত মোবাইল নং ০১৪০৬১২৫৯৯৯ থেকে মায়ের মোবাইল নং ০১৬৪৮৪৫২৮৬৮ তে ফোন করে জানায় যে, সে সোনারগাঁও এলাকার জনৈক মেহেদী নামের এক ব্যক্তি মেঘনাস্থ ইমন গ্রদান ড্রেজারে চাকুরী দিয়েছে। এরপর থেকে রুবেল ফোন করেনি এবং তার মাও তাকে ফোন করেও কোন খোঁজ খবর পায়নি। এমনকি রুবেলের কর্মস্থলে গিয়ে রুবেলকে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুজির পর তার মা রুবি বেগম সোনারগাও থানায় জিডি এন্টি করেন। যার নং-২৩৮ তারিখ পরে ০৫/১২/২০২২ইং। এই জিডি মূলে রুবেলকে খুজতে তদন্তভার দেয়া হয় ঐ থানার এএস আই মোতালিব সাহেবকে। ইমন প্রধান ড্রেজারের মালিক জমশেদ মিয়া গত ০৪/০১/২০২৩ইং তারিখ ইশার নামাজের আগে তার ০১৭৪৩-৯৩৫৩৫২ নং মোবাইল থেকে রুবেলের মাকে জানায় যে রুবেলের মোবাইলটি সোনারগাঁও এলাকার এক লোকের কাছে আছে। এর ১০দিন পর আবার গত ১৪ জানুয়ারী জমশেদ মিয়ার নাম্বারে ফোন করলে সে জানায় যে, মেহেদীকে (সম্বপুরার) নিয়ে রুবেলের পরিচয়পত্র ও ছবি নিয়ে মেঘনাস্থ পাথরখোলা যেতে। বাদী যেতে ভয় পেয়ে বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। #