রূপগঞ্জে আনন্দ মেলার ৪র্থ দিনেও দর্শনার্থীদের উপচে পড়া ভীড়
নিজাম উদ্দিন আহমেদ -রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জ গোলাকান্দাইল পৌষপার্বণ উপলক্ষে ২০ দিনব্যাপি আনন্দ মেলা শুরুর আজ ৪র্থ দিন শনিবার বিকাল ৩ টায় গিয়ে দেখা যায় দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। জানা যায় বেচা-কেনা নিয়ে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। তবে আনন্দ মেলার আসল চিত্র শুক্রবার লক্ষ্য করা গেছে সার্কাসের প্রবেশ গেটে। দীর্ঘ সাত বছর মেলা বন্ধ থাকার পর এবছরই প্রশাসনের অনুমোদন মেলায় এলাকাবাসীর মাঝে ফিরেছে স্বস্তির নিশ্বাস, বইছে আনন্দ উল্লাস। মেলায় ছোট বড় আবাল বনিতাদের ভীড়ে তীল পরিমাণ ঠাই নেই। সার্কাস ছিলো কানাকানায় ভর্তি। ছোট শিশুদের উপস্থিতি ছিলো লক্ষনীয়ভাবে। মেলা শেষে মেলার আনন্দের কথা জানতে কথা হয় কালি এলাকা থেকে আসা সজিব মিয়ার ছেলে সাকিলের (১০) সাথে। সাকিল বলেন আমি সার্কাস দেখতে আসছি। কিন্তু মানুষের ভীড়ে ভিতরে ঢুকতে অনেক কষ্ট হয়েছে, তার পরও চেয়ারে টিকিট কেটে দাড়িঁয়ে দেখতে হয়েছে। তবে আমার অনেক ভালে লাগছে। আমরা আবারও দেখবো ভীড় কমে গেলে।মেলায় আসা ডহরগাঁও এলাকার রত্না বলেন ছেলে মেয়ার বায়না পুরণে মেলায় আসছি ওদের জন্য দোলনা, মটর সাইকেল খেলা, নৌকায় দোল খাওয়ার মত বিনোদন করেছে। এছাড়াও মেলা থেকে মেয়ের চুরি ফিতা ও ছেলের খেলনা কিনে দিয়েছি। ওরা এটা পেয়ে অনেক খুশি হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সার্কাসের ভিতর প্রবেশ নিয়ে চলে আগে ঢোকার প্রতিযোগিতা। সার্কেস ম্যানেজার জসিম বলেন আজকের দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। তবে টিকিট ছাড়া দর্শনার্থীদের পরিমাণ অনেক বেশি। এভাবে চালাতে পারলেও আমাদের লাভ হবে। আর আমাদের এ বুলবুল সার্কাসটি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি বিনোদনের প্রতিষ্ঠান। #