শিরোনাম
কৃষি জমিতে মাটি কাটা বন্ধ করলেন ভ্রম্যমান আদালত
বন্দর প্রতিবেদকঃ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন এলাকায় ভ্রম্যমান আদালতের মাধ্যমে মাটি কাটা বন্ধ করেছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টের দায়িত্বে ছিলেন উপজেলা ভূমি অফিসার সুরাইয়া ইয়াসমিন। কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশা এলাকায় কৃষি জমিতে বেকু দিয়ে মাটি কাটার অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন । ৭ ফ্রেবুয়ারি ( মঙ্গলবার) বিকেলে বন্দর উপজেলা ভূমি অফিসার সুরাইয়া ইয়াসমিনের নের্তৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। কৃষি জমিতে বেকু দিয়ে মাটি কাটার সময় তা বন্ধ করলেও তাদের উপস্থিতি টের পেয়ে চক্রটি পালিয়ে যায়। মোবাইল কোর্টের সময় বেকু কার বা এ কাজের সাথে জড়িত কে এমন কোন তথ্য পাওয়া যায়নি। এলাকাবাসীকে জিজ্ঞাসা করে কোন প্রকার তথ্য পাওয়া যায়নি। বেকু আনার মত সরঞ্জাম না থাকায় তা সেখানেই রাখা হয়েছে। ৮ ফ্রেবুয়ারি (বুধবার) এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে বলে বন্দর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
তবে এলাকাবাসীসহ একাধিক সূত্র নিশ্চিত করেছে শাওন, রানা, খোকন,নের্তৃত্বে অন্যের জমি সহ মাটি কেটে ফেলার অভিযোগ রয়েছে। বেকুটি বন্দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়ার ছেলে শাওনের নেতৃত্বে চলে। #