শিরোনাম
১৮ লাখ টাকা মূল্যের গাঁজা উদ্ধার, মাদকবাহী এ্যম্বুলেন্স সহ ৬ জন আটক
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে র্যাব- ১১ পৃথক ভাবে অভিযান চালিয়ে ঢাকা- বি বাড়িয়া সড়কের বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে দেড় মণ গাঁজা উদ্ধার ও মাদক পাচারের সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে জব্দ করেছে মাদক বাহী একটি পুরাতন এ্যম্বুলেন্স। বুধবার বিকেলে এ সমস্ত মালামাল জব্দ ও তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, বি.বাড়িয়ার ছৈবাড়িয়া এলকার ইউছিুফ মিয়ার ছেলে মোঃ শাকিল (৩৮) বেয়াল্লিশ্বর গ্রামের সুমন মিয়ার স্ত্রী খাদিজা বেগম জান্নাত (৩০) কসবার কামালপুর এলাকার ফারুক মিয়ার স্ত্রী বাসনা (৩২) আখাউড়ার কলেজপাড়ার কামাল মিয়ার স্ত্রী ফুলবানু (৪০) লাকসামের পশ্চিমগাঁও এলাকার আলী হোসেনের ছেলে মুন্না হোসেন সহিদ (২৫) ও কুমল্লিা সদর দক্ষিণ থানার রাজাপাড়া চৌমুহনী এলাকার শাহ আলমের ছেলে সহিদুল (৩২)। র্যাব ১১ এর সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। পরে বৃহষ্পতিবার সকালে আড়াইহাজার থানা পুলিশ তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে। #