শিরোনাম
ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বেলা সাড়ে ১১টায় উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাশে বেইলর এলাকায় ডোবা থেকে লাশটি উদ্ধার করে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, পুলিশ সেবা ৯৯৯ নাম্বারে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অন্য কোন স্থানে হত্যার পর লাশ এখানে ফেলে যায় দুর্বৃত্তরা। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় ও হত্যার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। #