শিরোনাম
তত্ত্বাবধায়ক আইন পাশ করে সরকার পদত্যাগ করলে বিএনপি আন্দোলনে যাবে না – গয়েশ্বর
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ করে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে বিএনপি আন্দোলনে যাবে না, নির্বাচন করবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে নারায়ণগঞ্জ শহরে খানপুর এলাকায় মহানগর বিএনপির আয়োজিত পদযাত্রা কর্মসূচির প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিএনপির পদযাত্রাকে ভয় পায়। বিএনপি রাজপথে থেকেই জনগনের অধিকার আদায় করবে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে পদযাত্রা কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল মিন্টু সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। #