শিরোনাম
২০ ফেব্রুয়ারী সিটি কর্পোরেশন সহ জেলায় ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়াবো হবে
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ শিশু অভাবজনিত পুষ্টি ও শিশুমৃত্যু হার কমানোর লক্ষ্যে নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ ‘ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা সিভিল সার্জন সাংবাদিকদের নিয়ে পৃথক ভাবে দুটি সভায় জানিয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারী সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকা সহ জেলার পাঁচটি উপজেলায় ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।
আজ দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সভাকক্ষে এ সভায় সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোস্তফা আলী জানায় সিটি করপোরেশন এলাকায় ৬-১১ মাস নীল ও ১২-৫৯ মাস বয়সের শিশুকে লাল রংঙের প্রায় ৩ লাখ শিশুকে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী তিন’শ চল্লিশটি টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।
এদিকে সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসে একই বিষয়ে সাংবাদিকদের নিয়ে জাতীয় ভিটামিন ‘এ ‘ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহাম্মদ মশিউর রহমান জানান, নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় ৬-১১ মাস নীল ও ১২-৫৯ মাস বয়সের শিশুকে লাল রংঙের প্রায় ৫ লাখ শিশুকে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত তের’শ চল্লিশটি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। #