শিরোনাম
গরু বিক্রি করেছিস টাকা দে, না হলে জীবনে মেরে ফেলব!
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোল্লারচর গ্রামে ডকাতি করতে গিয়ে ডাকাত দল গৃহকর্তা অটোরিকসা চালক জাহাঙ্গীরকে হুমকী দিয়ে বলে “ গরু বিক্রি করেছিস, টাকা দে। না হলে জীবনে মেরেফেলব”। এই বলে গৃহকর্তা, তার স্ত্রী এবং কলেজ পড়–য়া কন্যার হাত-পা বেঁধে বেধরক পিটিয়ে গরু বিক্রি করার ৩৫ হাজার টাকা, একটি স্যামসাং জে সি মোবাইল ফোন ও ১ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয় সশস্ত্র ডাকাত দল। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ।
গৃহকর্তা অটো রিকসা চালক জাহাঙ্গীর জানান, ওই সময় তিনি, তার স্ত্রী রুবি (৩০) ও কলেজ ছাত্রী কন্যা ময়না (১৬) নিজ নিজ কক্ষে শুয়ে নিদ্রভ যাপন করছিলেন। এ সময় ৮/১০ জনের একদল মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত ঘরের বাইরে দরজার কাছে থাকা বড় পাথর দিয়ে টিনের ঘরের কাঠের দরজার কপাট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং গৃহকর্তা (৩৫) সহ তার স্ত্রী রুবি ও যশোর কলেজ থেকে ছুটিতে বাড়ীতে আসা একাদশ শ্রেণীর ছাত্রী গৃহকর্তার মেয়ে ময়নাকে হাত পা বেঁধে এবং দেহের বিভিন্ন স্থানে পিটিয়ে নীলা ফুলা জখম করে উল্লেখিত টাকা ও মালামাল লুটে নেয়। সংবাদ পেয়ে গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুলহক সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং ঘটনার সত্যতা স্বীকার করেন। #