শিরোনাম
রূপগঞ্জে পৃথক স্থানে ক্যামিকেল কারখানা ও স্পিনিং মিলে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
নিজাম উদ্দিন – শাজাহান কবির – নারায়ণগঞ্জের খবরঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক দুটি স্থানে স্পিনিং মিল ও ক্যামিকেল কারখানয় আগুন লাগার খবর পাওয়া গেছে। দুটি প্রতিষ্ঠানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট।আজ মঙ্গলবার দুপুরে এ আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সহকারি উপ পরিচালক ফখরুদ্দিন।স্থানীয় ও ফায়র সার্ভিস সূত্র জানায়, রূপগঞ্জ উপজেলার গাউছিয়া ভুলতা এলাকায় অবস্থিত নান্নু স্পিনিং মিলে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিয়ন আগুন নিয়ণন্ত্রনে কাজ করছে।এদিকে উপজেলার দুপতারা এলাকায় অবস্থিত এসপি ক্যামিকেল মিলে আগুন লেগেছে। সেখানে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিয়ন আগুন নিয়ণন্ত্রনে কাজ করছে।দুটি প্রতিষ্ঠানে অগ্নিকান্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। #