শিরোনাম
অনুমোদনহীন দুটি জুসের কারখানায় অভিযান | ১৪ হাজার লিটার জুস জব্দ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওয়েল কাম স্টার ফুট ও বিডি রয়েল নামে অনুমোদনহীন জুসের কারখানায় অভিযান পরিচালনা করেছে র্যাব-১১ ও জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা।
বিকেলে উপজেলার পিরোজপুর এলাকায় একটি পরিত্যক্ত ভবনে দীর্ঘদিন ধরে কারখানা ভেতরে অনুমোদনহীন জুস তৈরি করে আসছে তারা। র্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী ও জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জানের নেতৃত্বে অভিযান চালিয়ে বিষাক্ত কেমিক্যালের তৈরি প্লাস্টিক বোতলজাত ১৪ হাজার লিটার জুস জব্দ করা হয়।
এসময় কারখানার স্বত্বাধিকারী আফজাল হোসেনকে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত, রয়েল মেঙ্গো ড্রিংকস, প্রিন্সেস লিচি, অরেঞ্জ ড্রিংক, রয়েল লিচি ও কেমিক্যাল সহ সকল অবৈধ খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়। #