ধীক্কার হে মানবতা | মাদারিপুরে সড়ক দুর্ঘটনায় প্রানহানিতে সুযোগ সন্ধানীদের চিত্র
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ মাদারিপুরের কুতুবপুর এলাকায় পদ্মা সেতু হাইওয়ের বাস এক্সিডেন্টের ঘটনা নিয়ে একজনের লেখা। এ লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গাড়িটা যখন এক্সিডেন্ট করে বুঝতেও পারি নাই কিছু । কিভাবে কি হইলো , একটু পরেই দেখি চারপাশে হইচই লেগে গেছে । তখন আমার মাথাটা ভোঁভোঁ করে ঘুরছে ।
নিজেকে একটু শান্ত করলাম । অনুভব করলাম রক্তের বন্যা বয়ে যাচ্ছে । মানুষের আহাজারি , চিৎকার – কান্নায় চারপাশের বাতাস ভারি হয়ে গেছে । ঠিক তখনই দেখলাম- আমার বামপাশের পা টা শরীর থেকে আলাদা হয়ে অল্প একটু চামড়ার সাথে আটকে আছে । প্রচন্ড ব্যথার সাথে রক্তের বন্যা । হঠাৎ একজন মানুষ এগিয়ে আসলো আমার দিকে । ভাবলাম সাহায্য করবেন । কিন্তু এসেই আমার ডান দিকের পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করে নিলেন । মনে মনে ভাবলাম আমার পরিবারকে কল দিচ্ছে ।
কিন্তু লোকটা এরপরে বাম পাশে হাত দিলেন । তার হাতটা ঠিক আমার কাটা জায়গায় লাগলো । আমিও ব্যথায় চিৎকার দিয়ে উঠি । কথা বলার বা নিষেধ করার মতো অবস্থা ছিলনা তখন আমার । লোকটা আমার পকেটে থাকা ৭০,০০০ টাকা এবং মানিব্যাগটা নিয়ে চলে গেলো । আমিও নীরব হয়ে তার চলে যাওয়া দেখলাম । তাকে বাঁধা দেওয়ার ক্ষমতা আমার ছিল না তখন ।