শিরোনাম
গণভবনে লুট হওয়া জিনিসপত্র সংগ্রহ ও ফেরত দেয়া, পরিষ্কারের উদ্যোগ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সংগঠনের গণভবনে হারিয়ে যাওয়া জিনিস সংগ্রহ করে ফেরত দেয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা করা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জনগণের সুগম যাতায়াত নিশ্চিত করার কাজে জড়ো হয় ৪০০ ও বেশি মানুষ.
উপস্থিত কোঅর্ডিনেটর লায়ন নিজামুল হক, শাকির আহমেদ, মোনালিসা মোনা, শামস খান, এবং অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
ফাউন্ডার রাওমান স্মিতা বলেন, গণভবনের জিনিসপত্র অনেক উত্তেজিত জনতা নিয়ে গেছে কিন্তু তা আস্তে আস্তে ফেরত দিয়ে যাচ্ছে. দেশ এখন সবার তাই ক্ষোভ মুছে ফেলে দেশকে নতুন ভাবে গড়তে দৃঢ় প্রতিজ্ঞ দেশের শিক্ষার্থীরা এবং আপামর জনতা. আশা রাখছি,
এমন নেতৃত্ব আসবে যা দেশকে সুশিক্ষিত ও উন্নত মানসিকতার প্রজন্ম দিবে, দুর্নীতি দূর হবে. “
কোঅর্ডিনেটর :লায়ন নিজামুল হক বলেন আমরা চাই সুষ্ঠু সুন্দর সমাজ তাই সেবা ও ভাতৃত্বের দিয়ে নেতৃত্ব হোক আমাদের অঙ্গীকার। #