মালয়েশিয়াগামী ট্রলারডুবি: আরও ২ নারীর লাশ উদ্ধার
কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় আরও ২ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৫ অক্টোবর) রাত পৌনে ১১টায় বাহারছড়ার দক্ষিণ শিলখালী পয়েন্ট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।এ ঘটনায় এ পর্যন্ত শিশুসহ ছয় জনের লাশ উদ্ধার করা হয়।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবিতে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।এর আগে সোমবার (৩ অক্টোবর) ভোর রাতে ট্রলারডুবির ঘটনায় তিন নারীর লাশ ভেসে আসে। তারা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর তৈয়বা খাতুন (১৮), কিসমত আরা (১৭), ক্যাম্প-১৮ এর উম্মে সালমা (১৮) ও এক শিশু। ওই ঘটনায় হলবনিয়া সমুদ্র সৈকত থেকে ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে ৩৩ জন রোহিঙ্গা পুরুষ ও আট জন নারী, চার জন বাংলাদেশি।