শিরোনাম
যুব দিবসে নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সংগঠক ফেরদৌস মোর্শেদা
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জাতীয় যুব দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক হয়েছেন ফেরদৌস মোর্শেদা। তার হাতে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা যুব উন্নয়ন অফিসে যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ফেরদৌস মোর্শেদা’র হাতে এ পুরস্কার তুলে দেন তারা। যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ কে এম শাহরিয়ার জেরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ জেলা যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা শাজাহান মিয়া, হোসেন আরা বেগম বেবী,শাহীনা আক্তার সহ অন্যন্য কর্মকর্তা ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতীরা। উল্লেখ্য, নারায়ণগঞ্জের মধ্যে পাঁচ জন সেরা সংগঠক হয়েছেন এবং সেরা উদ্যোক্তা হয়েছেন ছয় জন। তারা সবাই পুরস্কার গ্রহণ করেন। #