পিকআপ ছিনতাইকারীর ছুরিকাঘাতে চালক আহত, গাড়ি উদ্ধার
রূপগঞ্জ প্রতিবেদকঃ এশিয়ান হাইওয়ে রোডে পিকআপ ছিনতাইয়ের সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মন্জুর হোসেন নামের এক পিকআপ চালক আহত হয়েছে। মন্জুরের বাড়ি গাজীপুর বলে জানা গেছে।
ছিনতাকারীরা পালিয়ে গেলেও পিকআপটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত দেড়টায় এশিয়ান হাইওয়ে রোডের মাস্টার পাম্প এলাকায়। আহত মন্জুর হোসেন জানায় ছিনতাইকারীরা গাড়িটি আটক করে তার গলায় ছুরি ধরে গাড়ির চাবি নিয়ে নেয় এবং তাকে ধরে হাত পা বেধে গাড়ির ডেক্সের মধ্যে ফেলে গাড়িটি নিয়ে পালিয়ে যাচ্ছিল।
এ সময় সে ডাক চিৎকার দেয়। আর তখন কালাদি থেকে একটি টলি আসে আর এসময় সে টলি চালকের কাছে সাহায্য চায়। এরপরই ছিনতাইকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় টহল পুলিশের সহযোগিতা চাওয়ার পর টহল পুলিশ তাদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে ছিনতাইকারীরা পিক-আপটি নিয়ে টেংরারটেক স্কুলে পাশ দিয়ে কালি এলাকায় ঢুকে পড়ে এবং আহত মন্জুর ও পিক-আপ গাড়িটি ফেলে পালিয়ে যায়। পুলিশ আহত মন্জুরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পুলিশ পিকআপটি আটক করেছে। #