শিরোনাম
রূপগঞ্জে পরীক্ষার্থীকে হল থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ৩ জন আহত
নিজাম উদ্দিন আহমেদ -রূপগঞ্জ প্রতিবেকঃ
এসএসসি পরীক্ষার্থী সজিবকে প্রেম গঠিত কারনে শামীম নামের আরেক পরীক্ষার্থী হল থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এসময় বাঁধা দেওয়ায় সজিবের আরো ৩ বন্ধুকে কুপিয়ে গুরুত্বর আহত করেছে হত্যাকারীরা।
জানা গেছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ১৫ এপ্রিল শনিবার দুপুর বারটায় ভুলতা স্কুল এন্ড কলেজ গেটের সামনে।
নিহত মেহেদী হাসান সজিব (১৭) চাপাই জেলার শিবগঞ্জ উপজেলা, ফালপুর এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে। তারা গত ১৪ বছর যাবত বলাইয়া এলাকায় ভাড়া থেকে ভুলতা স্কুলে লেখা পড়া করছিলেন৷ আজ ভুলতা স্কুলে পরীক্ষা দিতে এসে তাকে প্রাণ দিতে হয়েছে।
সজিব হত্যাকারীর ফাঁসির দাবিতে ছাত্রছাত্রীরা মহাসড়কের কয়েকটি গাড়ি ভাংচুর করে। ফলে এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি করে। খবর পেয়ে থানার তদন্ত কর্মকর্তা আতাউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷ #