নারায়ণগঞ্জ  শনিবার | ১০ই জানুয়ারি, ২০২৬ | ২৬শে পৌষ, ১৪৩২ শীতকাল | ২০শে রজব, ১৪৪৭

শিরোনাম
  |   বন্দরে পূর্বশত্রুতায় তাওহীদ নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা   |   যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫   |   কলাগাছিয়ায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া   |   আড়াইহাজারে আগুনে পুড়ে গেল ৩ কৃষকের ৬ বিঘা জমির আখ    |   সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ    |   বন্দরে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত   |   ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত   |   বন্দর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া   |   বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক সহ ফাইটার মনিরকে গ্রেফতার করেছে পুলিশ   |   খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সোহেল ও বন্ধু মহলের মিলাদ দোয়া   |   হাদির হত্যা: বিচারের পথে অগ্রগতি, না কি সময়ক্ষেপণের নতুন কৌশল ?    |   কেন্দ্রীয় জাসাস নেতা সানি হাসপাতালে আরোগ্য কামনায় দোয়া চাইলেন পরিবার    |   খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মহানগর বিএনপির দোয়া   |   বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যেগে দোয়া   |   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ৪০ জন প্রার্থী বৈধ ঘোষণা    |   খালেদা জিয়ার শান্তি কামনায় চাঁন মিয়ার দোয়া মাহফিলে চরম হট্টগোল    |   খালেদা জিয়ার মাগফিরাত কামনায় না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া   |   নারায়ণগঞ্জে ৫ টি আসনে মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ৩৬ প্রার্থী বাতিল ১৬   |   খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল   |   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৫ম তলায় ইন্টেরিয়র উন্নয়নের শুভ উদ্বোধন
 প্রচ্ছদ   শীর্ষ খবর   বিদায় হে প্রিয়মুখ, প্রিয়জন || আহমেদ বাবলু
বিদায় হে প্রিয়মুখ, প্রিয়জন || আহমেদ বাবলু
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

আহমেদ বাবলুঃ এ শহরে একজন অসিত কুমার ছিলেন। আছে তো আরও কত কেউ কেউ।

কত কত মুখ শুধু আওয়াজ করে যায়, ব্যানারে ব্যানারে জানান দেয়
তারাও আছে। সগৌরবে। আসলে সে থাকা নিষ্ফলা শুধু।

অসিত কুমার শুধু আওয়াজে ছিলেন না, ছিলেন না ব্যানার সর্বস্ব সাংস্কৃতিক পাখি।
তাঁর জমিন নিষ্ফলা ছিল না। তিনি ফসলের শেকড়ে শেকড়ে সুরে সুরে পানি দিতেন,
সে শেকড়ের বৃক্ষরূপ হয়ত দেখা হলো না তাঁর।

 

আদর্শের আয়নায় আমাদের মুখ সুন্দর। আদর্শের ফ্রেমে আমরা প্রেমে বাঁধা পড়ি। মানুষের আদর্শ থাকতে হয়। ডান কিংবা বাম। শুধু মনে রাখা দরকার-

আদর্শ যেন বুকের ভেতর ঘৃণার পাহাড় তৈরি না করে,
যে পাহাড়ের নিচে চাপা পড়ে গিয়ে ক্ষমাশীল পবিত্র আত্মার মৃত্যু হয়।

এ শহরে একজন অসিত কুমার ছিলেন। আমাদের প্রথাগত আদর্শের ফ্রেমে

তাঁকে মাঝে মাঝে হয়ত অপবিত্র মনে হতো। আমরা অনেকেই গর্জে উঠতাম।
গর্জে উঠেছি। তাঁর প্রতি ছুঁড়ে দিয়েছি হয়ত শত শত ঘৃণার তীরও।

তাতে অসিত কুমার হয়ত বিদ্ধ হয়েছেন। ক্ষত বিক্ষত হয়েছেন। কিন্তু

কী আশ্চর্য! আড়ালে আড়ালে অবিচল থেকে নিজস্ব চাষবাসে মগ্ন ছিলেন তবু।
তাহলে কি শুধু ভাব নয়, কাজেরও আলাদা আদর্শ থাকে কোনো?

 

ফ্রেমের বাইরে এসে কি প্রেমে পড়া যায়? যায় তো!
প্রেম তো কখনো ফ্রেমে থাকে না। সংস্কার ভাঙার নামই তো সংস্কৃতি, তাই না?
অতঃপর প্রেমে ফ্রেম ভাঙতে হয়, সংস্কৃতিমানের ভাঙতে হয় সংস্কার।

আমাদের ফ্রেমের বাইরে, সংস্কারের বাইরে একজন অসিত কুমার
কর্মমূখর ছিলেন। শিল্পে যার একাগ্র বসবাস ছিল।

 

তবু এই সত্য জানি-
“আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে॥
তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,
বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে॥”

 

তেমতো কোনো বসন্তের কিংবা হতে পারে তা বরষারও,
হুট ক’রে কোনো রাগ, কোনো সুর, কোনো গান এসে আমাদের মনে করিয়ে দিয়ে যাবে
এ শহরে একজন অসিত কুমার ছিলেন। যিনি অনন্ত অসীমে
হয়ত শিল্পের সাথেই বেঁধেছেন ঘর।

 

সে ঘরে তিনি ভালো থাকুন। ভালোবাসায় থাকুন। বিদায় হে প্রিয়মুখ, প্রিয়জন।

 

লেখকঃ কবি ও সাহিত্যিক আহমেদ বাবলু

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...