শিরোনাম
ডিস ব্যবসা বিরোধ | দুস্কৃতিকারীরা কেটে নিল ডিসের তার
বন্দর প্রতিবেদকঃ বন্দর ক্যাবল নেটওয়ার্ক ও ডিস লাইন নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ দুস্কৃতিকারীরা ক্ষিপ্ত হয়ে রাতের আধারে ১০/১৫টি ডিস সংযোগের তার কেটে দেওয়াসহ ও ৩টি লোড মেশিন চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (১৫ মে) রাতে যে কোন সময়ে বন্দর থানার দড়ি-সোনাকান্দা তিন গুম্বজ জামে মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বন্দর ক্যাবল নেটওর্য়াকের লাইরসন্স নং- সিও-০০৩ অংশীদার
আসাদুজ্জামান খোকন বাদী হয়ে মঙ্গলবার (১৬ মে) দুপুরে প্রতিপক্ষ হাসানসহ ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার দড়ি- সোনাকান্দা এলাকার মৃত করিমুল্লাহ সরদারের ছেলে আসাদুল্লাহ খোকন মিয়া দীর্ঘ দিন ধরে বন্দরে ক্যাবল নেটওয়ার্ক ও ডিস লাইনের ব্যবসা করে আসছে। বিবাদীরা দীর্ঘ দিন ধরে আমাদের নিকট হইতে সিগন্যাল নিয়ে ব্যবসা করে আসছে।
পরবর্তীতে বিবাদীগন অন্য প্রতিষ্ঠান হইতে তৃতীয় শীতলক্ষা সেতুর উপর ও নদীর নীচ দিয়া অবৈধ ভাবে সিগন্যাল নিয়া কারচুপি করিয়া লাইন সংযোগ দেয় এবং তাদের লাইন প্রচারের জন্য আমাদের সাথে বিরোধ সৃষ্টি করে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এর ধারাবাহিকতায় গত ২৪ র্মাচ ও ১৫মে সোমবার রাতে যে কোন সময়ে ত্রিবেনী ব্রীজের ঢালু থেকে দড়ি-সোনাকান্দা পর্যন্ত ও আমাদের ডিস লাইনের ১ হাজার ৩’শ মিটার মেইন অপটিক্যাল ফাইবার তার কেটে ২০ হাজার টাকা ক্ষতি সাধন করে। #