সিলেটে লাকড়ি তোড়ার ওরশে ঢাকা নবাব বাড়ি’র পীরজাদাদের অংশগ্রহন
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সিলেট বিজয়োৎসব এবং হযরত শাহজালাল (রঃ) এর পীরে মুর্শিদ হযরত সৈয়দ আহমদ কবীর সোহরাওয়ার্দ্দী ( রঃ ) এর ওরশ মোবারকে অংশ গ্রহন করেছেন ঢাকা নবাব বাড়ি খানকায়ে দারুল ইস্কের পীরজাদারা । ২৬ শে শাওয়াল ১৭ মে বুধবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যাথাযথ মর্যাদায় ওরশ মোবারক পালন করা হয়েছে। ওরশ মোবারক অনুষ্ঠানে নকক্সবন্দ আবুল ওলাইয়া তরিকার ঢাকা নাবাব বাড়ি খানকায়ে দারুল ইস্কের বর্তমান গদ্দিনাসীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই উপস্থিথ ছিলেন।
এসময় পীরজাদাদের পরিবার, মুরিদান আশেকান ও ভক্তবৃন্দরা উপস্থিথ হয়ে ওরশ মোবারকের কর্মসূচীতে অংশ গ্রহন করেন। পরে পীরজাদারা তাদের সঙ্গীসফর নিয়ে হযরত সৈয়দ শাহাজালাল (রাঃ) ও হযরত সৈয়দ শাহ পরান (রাঃ) মাজার শরীফ জিয়ারত করে দেশবাসির মঙ্গল কামনায় দোয়া করেন। হযরত শাহজালাল ( রঃ ) দরগাহ শরীফের সরেকউম মোতাওয়াল্লী ফতেহ উল্লাহ আল আমান জানিয়েছেন, ইতিহাস থেকে জানাগেছে, ৭০৩ হিজরী ১৩০৩ খ্রীষ্টাব্দে ২৬ শে শাওয়াল হযরত শাহজালাল (রাঃ) তার সঙ্গীসফর ৩৬০ আউলিয়াকে নিয়ে সিলেট জয় করেন। সেই থেকে ২৬ সফর সিলেট বিজয়উৎসব পালন করা হয়।
এর ২২ বছর পর ৭২৫ হিজরীর ২৬ শে শাওয়াল একই দিনে হযরত শাহজালাল (রাঃ) এর পীরে মুর্শিদ হযরত সৈয়দ আহমদ কবীর সোহরাওয়ার্দী ( রঃ ) ইন্তিকাল করেন । এর পরে পরবর্তী বছর থেকে সিলেট বিজয়োৎসব এবং হযরত সৈয়দ আহমদ কবীর সোহরাওয়ার্দ্দী ( রঃ ) এর ওরশ উৎসব একই দিনে একই সংঙ্গে একই টিলায় উদযাপিত হয়ে আসছে । এই টিলাটি লাক্কাতুরা ও মালনি ছড়া চা – বাগানের মধ্যখানে অবস্থিত । চিরাচরিত প্রথা অনুযায়ী ২৬ শে শাওয়াল ১৪৪৪ হিজরী মোতাবেক ৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বাংলা , ১৭ মে ২০২৩ খ্রীষ্টাব্দ রোজ বুধবার “ লাকড়ি তোড়া ওরশ শরীফ এবং সিলেট বিজয় উৎসব উদযাপিত হয়ে আসছে ।
বিভিন্ন স্থান থেকে এই দিন সকাল হইতে হযরত শাহজালাল বাবার ভক্তবৃন্দ ও আশেকানরা মিছিল সহকারে দরগাহ শরীফে সমবেত হইয়া যোহরের নামাজ আদায় করে লাকড়ি তোড়া ওরশ এর স্থানের উদ্দেশ্যে ধর্মীয় শ্লোগানে মিছিল নিয়ে সেখানে সমবেত হয় । পরে সেখানে মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । রীতি রেওয়াজ অনুযায়ী পরবর্তীতে ভক্ত আশেকানগণ লাকড়ি নিয়া দরগা শরীফে ফিরে আসেন । #