শিরোনাম
সৈয়দ খাঁজা হামিদউদ্দিন কুদ্দুছোর (রহঃ) এর ওরশ মোবারক অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ এলাহী বাহুরমতে হযরত সৈয়দ শাহ খাঁজা হামিদউদ্দিন কুদ্দুছোর (রহঃ) (আঃ) এর ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
২২ রমজান বুুধবার নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকায় তরিকার খানকা শরীফে ওরশ মোবারক উপলক্ষে কুল ফাতেহা পাঠ মজলিশে সামা ও নেওয়াজ বিতরন অনুষ্ঠিত হয়।
ওরশ মোবারকে তরিকার বর্তমান গদ্দিনাসীন পীরজাদা সৈয়দ শাহ খাজা বাহাউদ্দীন আহমেদ উপস্থিথ ছিলেন। এসময় তরিকতের পীর ভাই আশেকান ভক্তবৃন্দরা উপস্থিথ ছিলেন। #