শিরোনাম
আড়াইহাজারে প্রচন্ড গরমে তৃষ্ণা মেটাতে তালের শাসে ঝুকছে মানুষ
শাহাজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ মাঝে মাঝে সামান্য বৃষ্টির দেখা মিললেও সূর্যের তাপ এখনো প্রখর নারায়ণগঞ্জের আড়াইহাজারে। আর প্রচন্ড গরমে হাস ফাস লোকজন একটু প্রশান্তির জন্য নানা রকম পনীয় এবং গরম প্রশমিত করে এমন সব মৌসুমী ফল ফ্রুটের প্রতি আকৃষ্ট হয়। এর মধ্যে গরমে প্রশান্তি দেয়া একটি ফলের নাম তালের শাস। আড়াইহাজারের স্থানীয় ভাষায় যাকে বলা হয় তালের আষাঢ়ী। শুক্রবার এমনি একটি তালের শাসের দোকানে হুমড়ি খেয়ে পড়তে দেখা গেছে মসজিদ থেকে নামায শেষে বের হয়ে আসা মুসল্লীসহ সকল শ্রেণীর ক্রেতাদেরকে।
বিশেষ করে আষাঢ় মাসে এ ফলের মৌসুম বলে স্থানীয় ভাষায় এর নাম আষাঢ়ী বলে থাকেন এলাকাবাসী। যদিও আষাঢ় মাসের এখনো অনেক বাকী। এবার যেন জৈষ্ঠ মাসেই এ ফল টি নামতে শুরু করেছে। আষাঢ়ী বা তালের শাস হলো তাল পাকার আগে তালের প্রাথামিক অবস্থার নাম। অনেকে ফেজবুকের বিভিন্ন ওয়ালে একটি প্রশ্ন পোষ্ট করে থাকেন, ” কোন ফলের কাঁচা অবস্থায় এক নাম, পাকা অবস্থায় আরেক নাম?” এর উত্তর হলো তালের শাস বা আষাঢ়ী ফল।
আড়াইহাজার পৌর বাজারে শুক্রবার ভ্যানগাড়ী দিয়ে তালের শাস বিক্রি করা দোকানী লোকমান জানান, একটি তালের শাসে সাধারণত তিনটি বিচি বা চোখ হয়ে থাকে। এর প্রতিটি ১০ টাকা করে বিক্রি করা হচ্ছে।
ক্রেতারা জানান, গরমে তালের আষাঢ়ী খেলে অনেকটাই তৃপ্তি মিলে। হঠাৎ করে বাজারে তালের শাস ( আষাঢ়ী) ফল দেখে আর লোভ সামলাতে পারিনি। #