তৃতীয় লিঙ্গের ৮ সদস্যকে ৩৫ হাজার ইয়াবা সহ গ্রেফতার করেছে র্যাব-১১
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জের বন্দরের অভিযান চালিয়ে মাদক চোরাচালানের সাথে জড়িত তৃতীয় লিঙ্গের ৮ সদস্যকে ৩৫ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে র্যাব-১১। রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মদনপুর এলাকা রাফি ফিলিং স্টেশন সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তৃতীয় লিঙ্গের সদস্যরা হল রফিক, রবি আলম, একরাম, রবি আলম, আল-আমিন, রায়হান, সাবের ও ফারুক।
র্যাব-১১ এর উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার একেএম মনিরুল আলমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্দরের মদনপুর এলাকা রাফি ফিলিং স্টেশন সামনে অভিযান চালিয়ে তাদের আটকের পর তল্লাশি করলে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এসময় চোরাচালান চক্রের দলনেতা সহ সকলেই তৃতীয় লিঙ্গের সদস্য। আর্থিক ভাবে তারা লাভবান হওয়ার জন্য কৌশলীভাবে বিভিন্ন স্থানে ভ্রমনে গিয়ে তৃতীয় লিঙ্গে ও আইন-শৃঙ্খলা বাহিনী চোখে আড়ালে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ক্রয়,বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। #