শিরোনাম
৪০ লিটরি মদ সহ নারী মাদক ব্যাবসায়ী গ্রেফতার
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪০ লিটার বাংলা মদ সহ হাসিনা নামের এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী নিজ বাড়িতে মদ ক্রয়-বিক্রয়ের সময় গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ হাসিনাকে গ্রেফতার করে। হাসিনা রামচন্দ্রদী গ্রামের মৃত ইব্রাহীমের স্ত্রী। এ ব্যপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এজাহার সুত্রে জানাযায়, মঙ্গলবার বিকেলে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী নিজ বাড়িতে মদ ক্রয়-বিক্রয়ের সময় গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ হাসিনাকে গ্রেফতার করে। ওই সময় হাসিনার খাটের নিচে থাকা দুইটি ড্রাম থেকে ৪০ লিটার মদ উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে হাসিনা পালাতে চেষ্টা করে কিন্তু পুলিশের কৌশলের কারনে পালাতে ব্যর্থ হয়। এলাকাবাসী জনায়, হাসিনা দীর্ঘদিন যাবত মদ,গাঁজা, ইয়াবার ব্যবসা করে এলাকার যুব সমাজকে ধংসের দিকে ঠেলে দিচ্ছে।
তার বিরুদ্ধে থানায় ১০/১২টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারের পর কয়েকদিন জেল খেটে পরে আবারও এসে মাদক ব্যবসা শুরু করে।
এ ব্যপারে আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈইব জানান, হাসিনাকে মাদক আইনে মামলা দিয়ে বুধবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। #