শিরোনাম
লায়ন সাইদুল্লাহ হৃদয়েয় মায়ের ইন্তেকাল | সকলের নিকট দোয়া কামনা
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ লায়ন্স ক্লাব ৩১৫/এ ২ ডিস্ট্রিক্ট রিজোন চেয়ারপার্সন হেডকোয়ার্টার, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর সাবেক প্রেসিডেন্ট লায়ন সাইদুল্লাহ হৃদয়েয় মা ও ১ নং বাবুরাইল তারা মসজিদ এলাকার বাসিন্দা কুদরত আলী শাহ সাহেবের স্ত্রী শরিফুন্নেছা ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহহি ওয়াইন্নালিল্লাহে রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। শুক্রবার ১১ জুলাই রাত সাড়ে ১১ টদয় ঢাকা ল্যাবএইড হাসপাতালে বার্ধক্য জনিত অসুস্থ্যতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়ে নাতি নাতনি আত্মীয়সজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ যোহর বাবুরাইল তারা মসজিদে মরহুমার নামাজের জানাজা শেষে পাইকপাড়া বড় কবরস্থানে দাফন করা হয়েছে।
এসময় লায়ন্স ক্লাব ৩১৫/এ ২ ডিস্ট্রিক্ট পাস্ট গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল ওহাব, লায়ন লিডার ফারুক মইন রানা সহ ডিস্ট্রিক্ট ও জেলার লায়ননেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যাক্তিবর্গ এলাকাবাসি এসময় উপস্থিথ ছিলেন।
লায়ন সাইদুল্লাহ হৃদয় তার মরহুমা মায়ের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেছেন। তার মায়ের মৃত্যুতে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ সংগঠন মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন #