সন্ত্রাসী হামলায় আ’লীগ অফিস,রেস্টুরেন্ট বসতবাড়ি ভাংচুর লুটপাট | আহত ১২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসীদের হামলায় ওয়ার্ড আওয়ামী লীগ অফিস,রেস্টুরেন্ট ও বসতবাড়ি ভাংচুর সহ লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় কুপিয়ে ৪ পথচারী সহ ১২ জনকে আহত করা হয়েছে।শনিবার রাত ১১টায় শহরের মাসদাইর এলাকায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এ তান্ডব চালায় সন্ত্রাসীরা। এতে পথচারী রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মারুফ সহ চারজনকে কুপিয়ে জখম সহ ১২ জন আহত হয়েছে।
আহতদের প্রথমে খানপুর হাসপাতাল নেয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নেসার ও সাব্বিরের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে এ হামলা চালায়। এতে ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগ অফিস ভাংচুর করে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য শামীম ওসমানের ছবিসহ চেয়ার টেবিল ভাংচুর করে । পরে সড়কের পাশে রেস্টুরেন্ট ও বসতঘর হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট করে। এসময় পথচারীদের কুপিয়ে আহত করে পালিয়ে যায়। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আজম জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারণে এ হামলা হয়েছে তার কারণ ও সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশে একাধিক টিমের অভিযান চলছে। আহত পুলিশ কর্মকর্তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।#