অবৈধভাবে ইলিশ ধরায় দুই জেলের কারাদণ্ড
ঝালকাঠির কাঠালিয়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ ধরায় দুই জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান তাদের শাস্তি দেন।এরআগে, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে বিষখালি নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার নৌকা ও জালসহ তাদের আটক করা হয়।সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে উজরান হোসেন (১৯) ও শৌলজালিয়ার আব্দুল জব্বারের ছেলে সোহেল রানা (১৮)। জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় পাঁচ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৮০ হাজার মিটার জাল জদ্ব করা হয়েছে। অভিযান সফল করতে জেলা ও উপজেলা ১০টি ট্রলার, দু’টি স্পিডবোট নিয়ে নদীতে টহল দেওয়া হচ্ছে।