শিরোনাম
সুবির কুমার সাহার মা কবিতা রানী সাহা’র পরলোকগমন
![Small Logo](https://narayanganjerkhabar.com/wp-content/uploads/2022/10/logo-small.png)
![](https://narayanganjerkhabar.com/wp-content/uploads/2023/08/20230824_031143-600x337.jpg)
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ পাইকপাড়া নিবাসি সুবাস কুৃমার সাহার স্ত্রী ও সুবির কুমার সাহার মা কবিতা রানী সাহা (৭০) পরলোকগমন করেছেন। বুধবার ২৩ আগস্ট রাত ৮ টায় পাইকপাড়া হিরা কমপ্লেক্স নিজ বাস বভনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যনজিত রোগে চিকিৎসাধীন ছিলেন।
![](https://narayanganjerkhabar.com/wp-content/uploads/2023/08/20230331_025158-300x170.jpg)
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি নাতনী সহ ভাই বোন আত্মীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। একই দিন রাতে মাসদাইর সিটি শ্মশানে তার দাহ্য কাজ সম্পূর্ণ করা হয়। তার মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে কবিতা রানী সাহার বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে আশীর্বাদ কামনা করা হয়েছে।
![](https://narayanganjerkhabar.com/wp-content/uploads/2023/08/20230608_215643-300x169.jpg)
সুবির কুমার সাহার মায়ের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি নারায়ণগঞ্জের খবর ডটকম পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। #
![](https://narayanganjerkhabar.com/wp-content/uploads/2023/08/20230306_195900-300x169.jpg)