নারায়ণগঞ্জ  সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ শীতকাল | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬

শিরোনাম
  |   বাংলাবাজারে জাকের পার্টির মিশন সভা ও জলছা মাহফিল অনুষ্ঠিত   |   আড়াইহাজার বাজারে হাত-পা বেঁধে ৪ দোকানে ডাকাতি   |   নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে জয়ি হওয়ায় ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন হৃদয়    |   ১২ মামলার আসামী সালামের চেয়ারম্যানের ডান হাত সন্ত্রাসী সোহেল বাহিনী বেপরোয়া    |   নিহত মেধারী শিক্ষার্থী ওয়াজেদ সিমান্ত হত্যার বিচার কার্যকর ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন   |   জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হলেন মমিনুর রশিদ শাইন    |   জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির শীতবস্ত্র বিতরণ | জেলার নতুন কমিটি ঘোষনা    |   পূর্বাচলের লেক থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার   |   মহান বিজয় দিবসে রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা   |   নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক এমপি এস.এম. আকরামের মৃত্যুতে শোক ও সমবেদনা    |   তারেক জিয়া নেতৃত্বে দেশবাসীকে একটি নতুন বাংলাদেশ উপহার দিব- মুকুল   |   মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা    |   শহীদ বুদ্ধিজীবী  দিবসে বন্দরে বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের পুষ্প অর্পন    |   বিপিজেএ না’গঞ্জ কমিটির সাক্ষাৎ / অপসাংবাদিকতা পরিহারের আহবান জানালেন – হাতেম   |   লায়ন্স ক্লাব ১৮০০ মানুষকে সেলাই মেশিন, ভ্যানগাড়ি, শীতবস্ত্র, স্কুল ব্যাগ বিতরন সহ স্বাস্থ্যসেবা দিল   |   জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিকদলের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত   |   বিএনপির ৩১ দফার সমর্থন আদায়ে সোনারগাঁওয়ে উঠান বৈঠক   |   আড়াইহাজারে ৮ কেজি গাজা সহ গ্রেফতার ২    |   রোকেয়া দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ, না’গঞ্জ জেলার আলোচনা সভা   |   নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন নবগঠিত কমিটিকে বন্দর প্রেসক্লাবের শুভেচ্ছা
 প্রচ্ছদ   জেলার খবর   বক্তাবলীতে  সন্ত্রাসী হামলায়  আহত বাবুর মৃত্যু !  এলাকায় থমথমে পরিস্থিতি 
বক্তাবলীতে  সন্ত্রাসী হামলায়  আহত বাবুর মৃত্যু !  এলাকায় থমথমে পরিস্থিতি 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগরে বিচার শালিসে সন্ত্রাসী  হামলায় আহত বাবুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। গত শনিবার জমি বিক্রির দালালীর টাকা নিয়ে বিচার শালিশ বসে এতে ফারুক মিয়া শতাংশ প্রতি ১৫০০০/ টাকা দাবী করে।জমির মালিক আলী হোসেন টাকা দিতে অস্বীকার করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।উভয় পক্ষের ৮/১০ জন রক্তাক্ত জখম হয়।বিচারে রফিক মিয়া রামনগর হতে সালাউদ্দিন ও বাবু সহ কয়েকজন কে নিয়ে আসে।অপর দিকে আলী হোসেন ও দলবল নিয়ে শালিশে হাজির হয়।বিচারের একপর্যায়ে রামদা,বগি,ছুরি,চাপাতি নিয়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।এতে দু’পক্ষের ৮/১০ জন হয়।আহতরা হলেন হালিম,রাকিব,আলী হোসেন,আলাল,বাবু,সালাউদ্দিন, আলাউদ্দিন, মহিউদ্দিন ও দাদন।গুরুতর আহত রামনগর গ্রামের মতিনের পুত্র বাবু রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যায়।এ ব্যাপারে সালাউদ্দিনকে এক নম্বর বিবাদী করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ আব্দুল মোতালেব।

আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খানপুর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আহতদের  ঢাকা মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। আহতরা হলেন, কানাইনগর গ্রামে মৃত আব্দুল গনির পুত্র হালিম, আব্দুল আলীর পুত্র আলাল, মোতালেব এর পুত্র রাকিব, মৃত শহীদুল্লাহ পুত্র আলী হোসেন।
কানাইনগর গ্রামের  মৃত হাজী আঃ গনির পুত্র মোঃ আঃ মোতালেব বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যা তুলে ধরা হলোঃ বিবাদী ১। সালাউদ্দিন (৩০), ২। আলাউদ্দিন (২৭),৩। মহিউদ্দিন (৪০) ৪। দাদন (২৭) সর্ব পিতাঃ-মৃত আঃ কাদির, সাং কানাইনগর ৫। বাবু (৩০) পিতাঃ-মতিন সাং রামনগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জদের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে, আমার জ্যাঠাতো ভাই আসাদুল্লা (৬০) অনুমান ১৫ দিন পূর্বে ১৭ শতাংশ জমি রাজাপুর সাকিনে জনৈক মুকুল এর নিকট বিক্রি করে। উক্ত বিবাদীরা এলাকায় জমির দালালী করে। আমার জ্যাঠাতো ভাই অন্যত্র জমি বিক্রি করার কারনে তাহারা শতাংশ প্রতি ১৫,০০০/- টাকা দাবী করে। আমার জ্যাঠাতো ভাই তাদের কে টাকা দিতে রাজী না হওয়ায় তাহাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়। আমি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধান করার জন্য গত ০২/০৯/২০২৩ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন কানাইনগর বেকারীর মোড়ে মিমাংশার জন্য বসি। আলোচনা শুরু হওয়ার সাথে সাথে উক্ত বিবাদীরা উপস্থিত গন্যমান্য ব্যক্তিদের সামনে আমার উপর অতর্কিত ভাবে আক্রমন করতঃ মারধর শুরু করে। তখন আমার ছেলে রাকিব হাসান (৩০) প্রতিবাদ করিলে ১নং বিবাদী তার হাতে থাকা ধারালো বগি দিয়া হত্যার উদ্দেশ্য মাথার উপর কোপ মারিলে সে ডান হাত দিয়া প্রতিহত করিলে আমার ছেলের বাম হাতের আঙ্গুল ০৩টি এবং ডান হাতের ১টি আঙ্গুল কাটিয়া গুরুতর রক্তাত কাটা জখম হয়।

ঐ সময় আমার ছোট ভাই আঃ হালিম ওরফে রহমান (৫০) আমার ছেলেকে রক্ষা করতে আসলে ৫নং বিবাদী তার হাতে থাকা ধারালো বগি দিয়া আমার ছোট ভাইকে খুন করার লক্ষে মাথার বাম পাশে লাগিয়া গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়।
২নং বিবাদী তার হাতে থাকা ধারালো বগি নিয়া আমার ছোট ভাইয়ের ডান কাধের উপর কোপ মারিয়া রক্তাক্ত জখম করে। এবং ৩নং বিবাদী তার হাতে থাকা ধারালো বগি দিয়া আমার জ্যাঠাতো ভাই আলাল মিয়া (৫০) এর মাথার ডান পাশে কোপ মারিয়া রক্তাক্ত কাটা জখম করে। অন্যান্য বিবাদীরা আমার ভাই ও ছেলেকে মারধর করিয়া। নীলা ফোলা জখম করে। আমার চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীরা এই মর্মে হুমকি দেয় যে এ ব্যাপারে থানা / আদালতে মামলা করিলে জীবনের তরে শেষ করিয়া ফেলিবে। পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহায়তায় আমার ছেলে রাকিব হাসান সহ আমার ছোট ভাই আঃ হালিম ওরফে রহমান এবং জ্যাঠাতো ভাই আলাল মিয়া দের কে চিকিৎসার জন্য ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল খানপুরে নিয়া গেলে কর্তব্য রত ডাক্তার তাদের অবস্থা অবনতি দেখিয়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।সেখান থেকে পঙ্গু হাসপাতালে নেয়া হয়।

আসাদুল্লাহ গনমাধ্যম কর্মীদের জানান,ফতুল্লা থানার এএসআই বাদল আমাদের কে মীমাংসা করার জন্য থানায় আসতে বলেন।উক্ত ওয়ার্ডের সকল অপকর্মের হোতা ও উল্লেখিত সন্ত্রাসীদের গডফাদার  মেম্বার রাসেল চৌধুরী নিজে বিচারের দায়িত্ব নেন।আমরা বিচার শালিসে বসার পরপরই রাসেল মেম্বারের নির্দেশে উল্লেখিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর অর্তকিত ভাবে হামলা চালায়।
রাসেল মেম্বার বলেন,আমার কোন গ্রুপ নাই।আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে তা মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। আমি টানা ৩ বারের নির্বাচিত মেম্বার।
এ ব্যাপারে বাবু হত্যাকান্ডের ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।সোমবার দুপুরে নিহত বাবুর লাশ রামনগর গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে হৃদয় বিদারক দৃশ্যের সুচনা হয়।স্বজনদের কান্নায় আকাশ ভারী হয়ে উঠে।কানাইনগর ও রামনগর এলাকার সচেতন মানুষ রক্তক্ষয়ী সংঘর্ষ ও হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানান।
এ ব্যাপারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।  #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!