শিরোনাম
বন্দরে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৬
বন্দর প্রতিবেদকঃ বন্দরে পৃথক অভিযান চালিয়ে ১০৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বৃহম্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পৃথক দুইটি মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টায় বন্দর বাবুপাড়া কমিউনিটি সেন্টারের সামনে একই দিন সকাল সাড়ে ১০টায় বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ জনৈক নুরুল হকের ভাড়াটিয়া ঘরে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ফরাজিকান্দাস্থ বরকত উল্ল্যাহ মিয়ার ছেলে শাকিল (২৩) দড়িসোনাকান্দা এলাকার মৃত শহিদুল্লাহ মিয়ার ছেলে সোহেল (৪৩) ও ফরাজিকান্দা এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে সাগর (৪৫) নবীগঞ্জ এলাকার সাত্তার মিয়ার ছেলে রুবেল (৪০) একই এলাকার খোরশেদ মিয়ার ছেলে আলী (৬০) ও কদম রুসুল এলাকার বদল ফকিরের ছেলে বোরহান (৫০)। গ্রেপ্তারকৃত ৬ মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানার এসআই শওকত আলী ও বন্দর ফাঁড়ি এসআই নূর এ আলম বাদী হয়ে বন্দর থানায় পৃথক মাদক মামলা রুজু করেছে। থানার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর ফাঁড়ি এসআই নূর ই আলম সিদ্দিকীসহ সঙ্গীয় র্ফোস বৃহস্পতিবার রাত পৌনে ৩টায় বন্দর বাবুপাড়া কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নবীগঞ্জ এলাকার সাত্তার মিয়ার ছেলে রুবেল (৪০) একই এলাকার খোরশেদ মিয়ার ছেলে আলী (৬০) ও কদম রুসুল এলাকার বদল ফকিরের ছেলে বোরহান (৫০)।
এ ছাড়াও বন্দর থানার এসআই শওকত আলীসহ সঙ্গীয় র্ফোস বৃহস্পতিবার সকালে বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ জনৈক নুরুল হকের ভাড়াটিয়া ঘরে অভিযান চালিয়ে ৫২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বন্দর থানার ফরাজিকান্দাস্থ বরকত উল্ল্যাহ মিয়ার ছেলে শাকিল (২৩) দড়িসোনাকান্দা এলাকার মৃত শহিদুল্লাহ মিয়ার ছেলে সোহেল (৪৩) ও ফরাজিকান্দা এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে সাগর (৪৫)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। #