শিরোনাম
নাতি বৌকে ধর্ষন করে মুখ খুললে হত্যা হুমকি দিলেন দাদা
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে কৌশলে নাতির বৌকে ধর্ষন করেছে দাদা। ধর্ষনের বিষয়ে কারো কাছে মুখ খুললে হত্যার হুমকি দিয়েছন। বুধবার উপজেলার হাইজাদী ইউনিয়নের আফরদী এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষিতা স্ত্রীর স্বামী বাদি হয়ে আড়াইহাজার থানায় ধর্ষন মামলা দায়ের করেছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ফাঁকা বাড়িতে তরকারি কেটে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষন করে।
এ বিষয়ে ধর্ষিতার স্বামী বাদী হয়ে শুক্রবার বিকেলে আড়াইহাজার থানায় ধর্ষক হযরত আলীকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। হযরত আলী আফরদী গ্ৰামের মৃত আনসার আলীর ছেলে। বুধবার সকাল আনুমানিক ৭:৪৫ ঘটিকায় ধর্ষিতা প্রতিবেশী দাদা হযরত আলীর বাড়ির উঠোনে লাক্রি শুকাতে যায়। তখন হযরত আলী ওই নারীকে তরকারি কেটে দেওয়ার কথা বলে তার নিজের পাকা বিল্ডিং এর ভিতরে নিয়ে নিয়ে গিয়ে গেট বন্ধ করে দেন।
পরে তার রুমে নিয়ে গিয়ে ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষন শেষে হযরত আলী ধর্ষিতা কে হুঁশিয়ারি উচ্চারণ করে বলে উক্ত বিষয়ে ভবিষ্যতে কাউকে জানাইলে বা বলিলে তাকে হত্যা করিবে বলে হুমকি দেন। ধর্ষিতা বাড়িতে এসে এই ঘটনা তার স্বামী এবং শাশুড়িকে খুলে বলে।
শুক্রবার বিকেলে ধর্ষিতার স্বামী রাজন বাদী হয়ে হযরত আলী কে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানার ডিউটি অফিসার ইমরান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। #