জাকির খানের মুক্তি’র দাবিতে বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে শহরে জাকির খান মুক্তি পরিষদ জেলা ও মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের আদালত পাড়া থেকে এ বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এসময় মিছিলে থাকা নেতাকর্মীদের ‘জাকির খানের মুক্তি চাই, দিতে হবে’ সহ বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো শহর। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির সাবেক কার্যালয়ের সামনে (দোয়েল প্লাজা-২) গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, আজ আমাদের নেতা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও দেওভোগের কৃতি সন্তান জাকির খানকে দীর্ঘ আঠারো বছর একটি মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ সেই মামলায় তাকে আদালতে হাজির করার কথা ছিলো। কিন্তু আদালতপাড়ায় জাকির খানের কর্মীসমর্থকদের ঢল নামার কারণে, তাকে আদালতে হাজির করা হয়নি।
আপনারা জানেন, জাকির খানের কর্মীসমর্থকদের না ডাকলেও হাজার হাজার কর্মীসমর্থকরা জাকির খানকে একটু দেখার জন্য আদালত পাড়ায় ভীড় জমায়। তাই এই জনপ্রিয় নেতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নি:শর্ত মুক্তির দাবি জানাচ্ছি।এসময় নারায়ণগঞ্জের বিভিন্ন ওয়ার্ড, উপজেলা থেকে এ বিক্ষোভ মিছিলে নেতা কর্মীরা অংশগ্রহন করেন। #