নারায়ণগঞ্জ  বুধবার | ২রা এপ্রিল, ২০২৫ | ১৯শে চৈত্র, ১৪৩১ বসন্তকাল | ৩রা শাওয়াল, ১৪৪৬

শিরোনাম
  |   আড়াইহাজারে বিএনপির যুবদলের মধ্যে সংঘর্ষ আহত ১০   |   কাশীপুরে যুবককে গুলি করে হত্যা   |   ঈদের দিন বিএনপি অফিসে হামলা, গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম   |   যুগের নারায়ণগঞ্জ ডটকম-এর তৃতীয় বর্ষপূতি উদযাপন   |   আড়াইহাজারে অপরাধ নিয়ন্ত্রনে ওসির জোরালো তৎপরতা    |   বুটবল তারকা হামজা চৌধুরীর পরিবার ঘুরে গেলেন কুতুব উদ্দিন আকসিরের বাড়ি   |   ভয়াবহ অগ্নিকান্ডে কয়েল কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতির   |   নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের গুণীজন সম্মাননা অনুষ্ঠিত   |   সাংবাদিক প্রীতির সহযোগিতায় সৌদি থেকে ফিরল শায়েরার মরদেহ   |   বন্দরের যুবক সাইফুল নিখোঁজ   |   ৫০০ পিছ ইয়াবাসহ সুজন গ্রেপ্তার   |   রাজধানীতে ধর্ষণকারীকে পিটিয়ে হত্যা, পুলিশের ওপর হামলা   |   প্রয়াত বিমান ভট্টাচার্য্যের পরিবারকে না’গঞ্জ প্রেস ক্লাবের পাঁচ লক্ষ টাকা অনুদান প্রদান   |   রোহীঙ্গা সশস্ত্র সংগঠন আরসা প্রধান জুনুনী সহ ১০ জন আটক    |   গণঅভ্যুত্থানে হামলা ২৮৯ ছাত্রলীগ নেতাকর্মী সাময়িক বহিষ্কার   |   ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো যুবকের মরদেহ   |   আ’লীগ নেতার মুক্তির দাবীতে থানা ঘেরাও    |   লায়ন রানাকে সমর্থন দিয়ে ভোট চাইলেন অধিকাংশ লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ   |   ভয় দেখিয় যুবককে বলাৎকার | মামলার আসামী সাঈদ আটক   |   বন্দর প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত 
 প্রচ্ছদ   জেলার খবর   মদনপুরে নতুন গডফাদারের আবির্ভাব | আবারো উত্তপ্ত হচ্ছে বন্দরের উত্তরাঞ্চল
মদনপুরে নতুন গডফাদারের আবির্ভাব | আবারো উত্তপ্ত হচ্ছে বন্দরের উত্তরাঞ্চল
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের এক সময়কার মৃত্যুপুরী খ্যাত বন্দরের উত্তরাঞ্চল আবারো অপরাধীদের অভয়ারন্যে পরিণত হয়ে উঠেছে। প্রশাসনের অদক্ষতার সুযোগে ওই অ লের বিতর্কিত জনপ্রতিনিধিদের নেতৃত্বেই এসব অপকর্ম পরিচালিত হচ্ছে। বিশেষ করে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত হয়ে উঠৈছে মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার অস্ত্র ও মাদক মামলাসহ একাধিক মামলার আসামী সোহেল ওরফে ক্যাডার সোহেল বাহিনী। সোহেল তার নিজ ওয়ার্ডের আন্দিরপাড় এলাকায় ত্রাসের রাম রাজত্ব কায়েম করে চলেছে। ক্রমান্বয়ে তারা চানপুর,ছোটবাগ,শাহ সাহেব বাড়ী,দেওয়ানবাগসহ গোটা ইউনিয়নের সর্বত্রই আধিপত্য বিস্তার করে চলেছে। প্রাপ্ত তথ্যে জানা যায়,সোহেল মেম্বার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সোহেলেরর বিরুদ্ধে একাধিক হত্যা ও অস্ত্রসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে।
যারা মধ্যে মামলা নং ২৪(০১)২১ ১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ৩৭৯/ ৫০৬,মামলা নং ৪১/৩০৪২০২১ সালের ১০ মার্চ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে,মামলা নং ০৪(০৬)২১ইং ধারা ১৪৩/ ১৪৮/ ৩২৩/ ৩০৭/ ৩৫৪/ ৩৭৯/ ৪৩৬/  ৫০৬,মামলা নং-৭০ ২৭মে ২০১৮ ধারা ১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ৫০৬,মামলা নং ২৪, ২০২১ সালের ২৬ জানুয়ারী, ১৪৩/ ৩২৩/ ৩০৭/ ৩৫৪/ ৩৭৯/ ৪৩৬/ ৫০৬,ধারা  মামলা নং ২৯ ২২ ফেব্রæয়ারী ২০২৩ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে,মামলা নং ৪২,৩০ আগষ্ট ২০২২ ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনে। এছাড়া সোহেলের সঙ্গে যে সকল চেলা চামুন্ডা বিভিন্ন অপকর্মের নেতৃত্ব দিয়ে থাকে তাদের মধ্যে চানপুর এলাকার সামছুল হকের ছেলে নূরনবী ওরফে জামাই নূরনবী, একই এলাকার কালাম ওরফে মুইচ্ছা কালামের ছেলে অপু,দিপু ও মুন্না এবং জামাল উদ্দিনের ছেলে মাইনুদ্দিনের উল্লেখযোগ্য। সোহেলের অপকর্মের সহযোগীদের প্রত্যেকের বিরুদ্ধেই অস্ত্র,খুন,ধর্ষণ,রাহাজানি ও মাদকসহ বন্দর থানায় প্রায় অর্ধডজন করে মামলা রয়েছে। এরা সাধারণতঃ সংঘবদ্ধ হয়েই এসব অপকর্ম করে বেড়ায়। উত্তরা লের এক সময়কার দোর্দন্ড প্রতাপশালী শীর্ষ সন্ত্রাসী সুরত আলী ও কামু বাহিনীর আদলেই এরা এদের বাহিনী গড়ে তুলেছে মদনপুর ইউনিয়নের কেওঢালা থেকে শুরু করে বাসস্ট্যান্ড,জাঙ্গাল,ইস্ট টাউন,কামতাল,মদনপুর (উত্তর) ,মদনপুর (দক্ষিণ) কলাবাড়ী, ছোটবাগ, দেওয়ানবাগ, চাঁনপুর, পূর্ব ফুলহর, লাউসার, নেহালসরদারেরবাগ, পূর্ব কেওঢালা,পশ্চিম কেওঢালা, বাগদোবাড়ীয়া, যাত্রাভিটা, পুকুনিয়াবাড়ী, দোবাড়ীয়া,কাইনলিভীটা গ্রামেও তাদের অবাদ বিচরণ ও অপকর্ম অবধারিত রয়েছে।
চুরি,ছিনতাই,চাঁদাবাজী ও মাদক ব্যবসা ২৪ ঘন্টা ননস্টপ সার্ভিসে চালিয়ে আসছে তারা। তাদের বিশাল সন্ত্রাসী সিন্ডিকেটের ভয়ে কেউ টুশব্দ করার সাহস পায়না। মূলতঃ বাহিনী করে সোহেল নিজেকে গডফাদার হিসেবে আবির্ভূত করে চলেছেন। সোহেলের হুকুম পালণ করতে গিয়েই তার বাহিনীর সদস্যরা গোটা ইউনিয়বাসীর ঘুম হারাম করে দিয়েছে। একটি সূত্র জানায়,সোহেল বাহিনীর সদস্য নামী দামী ব্র্যান্ডে মোটরবাইকে চড়েই চলাফেরা করে। প্রশাসনের স্থানীয় পর্যায়ের কতিপয় অসাধু সদস্যের সঙ্গে এদের গভীর সখ্যতা থাকায় সোহেল বাহিনীর অপকর্ম বিনা বাধায় পরিচালিত হচ্ছে। দীর্ঘ দিন ধরে তাদের কুকর্মের ফলে ইউনিয়নবাসী স্বাভাবিক জীবন যাপানে চরমভাবে বাধাগ্রস্থ হচ্ছে। ভয়ংকর সোহেল বাহিনীর ভয়াল পরিস্থিতি হতে পরিত্রাণ পেতে ভুক্তভোগী ইউনিয়নবাসী প্রশাসনের উর্দ্ধতন মহলসহ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব এর আশু হস্তক্ষেপ কামনা করছে। একই সাথে তারা উল্লেভিত সন্ত্রাসীদের ব্যবহৃত সকল অবৈধ অস্ত্র-সস্ত্র উদ্ধারের অনুরোধ জানিয়েছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

error: Content is protected !!
error: Content is protected !!