শিরোনাম
নিখোঁজ রহিমা বেগমের সন্ধান চায় তার পরিবার
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নিখোঁজ রহিমা বেগমের সন্ধান চায় তার পরিবার গত দীর্ঘ ২ মাস যাবৎ রহিমা বেগম নামের এক মহিলা হারিয়ে গিয়েছে। তার বয়স- ৫২। গায়ের রং- শ্যাম বর্ণ। তিনি দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ এবং চিকিৎসাধীন ছিলেন। তিনি পশ্চিম দেওভোগ মাদ্রাসা হাশেম বাগ এলাকা থেকে হারিয়ে গিয়েছেন।
তাকে অনেক খুঁজাখুজি করে না পেয়ে ফতুল্লা থানায় মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যদি কোনো স্ব-হৃদয়বান ব্যক্তি এ মহিলার খোঁজ পেয়ে থাকেন তাহলে মেহেরবানী করে নিম্ন ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো।
সন্ধান প্রার্থী – মোঃ মিল্লাত। সোনার বাংলা ইলেকট্রনিকস, পশ্চিম তল্লা মডেল গার্মেন্টসের পিছনে, ফতুল্লা, নারায়ণগঞ্জ। মোবাইল- 0171-2460104, 0168-7714394, 0171-1042629। #