সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ হবে ১ হাজার শিক্ষক
সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শিক্ষক নিয়োগের লক্ষ্যে ইতোমধ্যে শূন্য পদের তালিকা তৈরি করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা শিক্ষা অধিদপ্তর। মন্ত্রণালয়ের অনুমোদন শেষে তা সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানো হবে। পিএসসি এসব পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে। ১ হাজার ৯৯টি শূন্য পদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ১২টি পদে শিক্ষক নিয়োগের চাহিদা দেওয়া হয়েছে। এর মধ্যে আছে—বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান, ধর্ম, ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ভূগোল, চারুকলা, শারীরিক শিক্ষা ও কৃষি শিক্ষা।এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন বলেছেন, ‘নিয়োগের চাহিদা আমাদের পক্ষ থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন শেষে তা পিএসসিতে পাঠানো হবে। এরপর পরবর্তী কার্যক্রম শুরু হবে।’