নারায়ণগঞ্জ  শনিবার | ১৭ই মে, ২০২৫ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ গ্রীষ্মকাল | ১৮ই জিলকদ, ১৪৪৬

শিরোনাম
  |   আইভীকে বিস্ফোরক আইনের দুটি মামলায় শোন এরেস্টের আদেশ   |   ইসলামী আন্দোলন কলাগাছিয়া ইউনিয়ন শাখা পরিচিতি সভা অনুষ্ঠিত   |   সোনারগাঁয়ে প্রত্ন সম্পদ সংরক্ষণ শীর্ষক গোলটেবিল বৈঠক   |   সাংবাদিক জিসান-মিথুনের মুক্তি দাবি রফিউর রাব্বির   |   বিকেএমইএ’র কার্যনির্বাহী সভাপতি হাতেম, ৭ সহ সভাপতি নির্বাচিত   |   মাদক বিক্রির টাকা ভাগভাটোয়ারা নিয়ে জিমখানায় যুবক হত্যা   |   আইভী ইস্যুতে মামলায় রিয়াদ সহ গ্রেফতার ৪   |   বিএনপি থেকে বিহিস্কৃত রিয়াদ মাহামুদ চৌধুরী বিমানবন্দরে আটক   |   আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত    |   গভীর রাতে অযথা রাস্তায় ঘুরাফেরার অপরাধে ৩ যুবক আটক   |   বন্দরে বজ্রপাতে ৮ম শ্রেণী শিক্ষার্থী নিরবের মৃত্যু   |   অটোরিক্সা চালক জামান মিয়া হত্যা মামলায় তিন আসামীর ফাঁসি   |   বাড়িতে ফেরার পথে পোশাকক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ   |   আজাদ রিফাত ক্রিকেট ফেস্টিভাল সিজন -১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত   |   ৭১ টিভি সাংবাদিক রিয়াজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ   |   আইভীকে গ্রেফতারের সময় বাঁধা প্রদান, হামলা মামলায় ৩ জন গ্রেফতার   |   জমি অধিগ্রহণের চেক প্রদান করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা   |   লায়ন ডিস্ট্রিক্ট নির্বাচনে মনা, মহসিন, রানা নির্বাচিত    |   ইটভাটায় মাটি বিক্রি না করায় পুলিশের উপস্থিতিতে বৃদ্ধার ওপর হামলা   |   ভারত পাকিস্তান যুদ্ধ শুরু, চলছে পাল্টাপাল্টি হামলায়, হতাহত | ৫ বিমান ভূপাতিত
 প্রচ্ছদ   শীর্ষ খবর   সিটি কর্পোরেশন সাড়ে ৩৭ হাজার শিক্ষার্থীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা দিবে
সিটি কর্পোরেশন সাড়ে ৩৭ হাজার শিক্ষার্থীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা দিবে
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৩৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৭ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকা দেওয়া হবে। আগামী ১৫ অক্টোবর হতে ০২ নভেম্বর পর্যন্ত মোট ১০ কর্মদিবসে স্কুল পর্যায়ে এ দিকা প্রদান করা হবে।  দ্বিতীয় পর্যায়ে ০৪ নভেম্বর হতে ১৬ নভেম্বর পর্যন্ত মোট ০৮ কর্মদিবসে ০৩ টি স্থায়ী কেন্দ্র ও ১৪৫ টি অস্থায়ী কেন্দ্রে কমিউনিটি পর্যায়ে ১০ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৪ হাজার কিশোরীদের মাঝে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকা দেওয়া হবে। এজন্য প্রতিটি কিশোরীকে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার লিংক www.vaxepi.gov.bd। এবারে প্রতিপাদ্য শ্লোগান  এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুর মুখ ক্যান্সার রুখে দিন ”
এ বিষয়ে বৃহস্পতিবার ১২ অক্টোবর সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সভাকক্ষে শিক্ষার্থীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাদান অবহিতকরন বিষয়ে সাংবাদিকের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছ। এসময় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা প্রাদনের বিভিন্ন দিক তুলে ধরে উপস্থাপন করেন জাতীয় ইপি বিশেষজ্ঞ ডাঃ ফারহানা রহমান। এসময় উপস্থিথ ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল কর্নকর্তা ডাঃ শেখ মোস্তফা আলী।
এসময় নারায়ণগঞ্জে কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা উপস্থিথ ছিলেন।
এসময় সিটি কর্পোরেশনের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়
প্রেস বিজ্ঞপ্তি ” জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা – কৈশোরকালীন স্বাস্থসেবার এক নতুন দিগন্ত প্রিয় সাংবাদিকবৃন্দ , আস্সালামু আলাইকুম , নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন । আজকের কিশোরী আগামী দিনের মা । তাদের সুস্বাস্থের উপর নির্ভর করবে ভবিষ্যৎ প্রজনোর স্বাস্থ্য সুরক্ষা । বৈশ্বিকভাবে সাধারণত নারীরা যেসকল ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তার মধ্যে জরায়ুমুখ ক্যান্সার চতুর্থ সর্বোচ্চ । বাংলাদেশী নারীদের ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ । ২০২০ সালের তথ্য – উপাত্ত অনুযায়ী ( GLOBOCAN , 2020 ) প্রতিবছর বিশ্বে ছয় লক্ষাধিক নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন , যার মধ্যে প্রায় তিন লক্ষ মৃত্যুবরণ করেন । এর প্রায় ৯০ % মৃত্যুই বাংলাদেশের মত উন্নয়ণশীল বা স্বল্পোন্নত দেশগুলোতে ঘটে থাকে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী নিয়মিত পরীক্ষা ( স্ক্রিনিং ) এর পাশাপাশি এইচপিভি টিকাদানের মাধ্যমে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ এবং এই ক্যান্সারজনিত মৃত্যু হ্রাস করা সম্ভব ।
ধারনা করা হচ্ছে , জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ ও নিয়ন্ত্রন কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত না হলে ২০৩০ সাল নাগাদ বিশ্বব্যাপী প্রায় সাত লক্ষ নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হবেন যাদের প্রায় চার লক্ষ মৃত্যুবরন করবেন এবং এর সিংহভাগই ঘটবে আমাদের মত উন্নয়নশীল দেশগুলোতে । * অতিরিক্ত সাদা স্রাব । * দুর্গন্ধময় প্রাব । * অতিরিক্ত অথবা অনিয়মিত রক্তস্রাব । কারা বেশি ঝুঁকিপূর্ণ : বাল্যবিবাহ । “ শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি এইচপিভি কিঃ * হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ( এইচপিভি ) একটি যৌনবাহিত ভাইরাস । এটি জননাঙ্গে আঁচিল ( ওয়ার্টস ) ও জরায়ুমুখ ক্যান্সার সৃষ্টি করে থাকে । শতকরা ৯৯ ভাগ জরায়ুমুখ ক্যান্সার এইচপিডি ভাইরাস দ্বারা হয় । * অনিরাপদ শারীরিক মিলনের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে থাকে । বেশিরভাগ ক্ষেত্রে এইচপিভি ভাইরাস সংক্রমণের লক্ষণ সঙ্গে সঙ্গে বোঝা যায় না । সাধারণত এই ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়া থেকে জরায়ুমুখ ক্যান্সারের লক্ষণ প্রকাশ পেতে ১৫-২০ বছর সময় লাগে । আক্রান্ত ব্যক্তির রক্ত এবং দেহরসে এই ভাইরাস পাওয়া যায় । জরায়ুমুখ ক্যান্সারের লক্ষণ কী কীঃ ঘন ঘন সন্তান প্রসব । অনিরাপদ শারীরিক মিলন । একাধিক যৌনসঙ্গী । * ধূমপায়ী । mithunch @ 4 \ Official Files 15 Nid LIST – 12.doc শারীরিক মিলনের পর রক্তপাত । * মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর পুনরায় রক্তপাত । * কোমর / তলপেট / উরুতে ব্যাথা । * স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জনগোষ্ঠী ( যেমন- এইডস রোগী ) । * যে সকল নারী প্রজনন স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন ন এবং সমস্যার প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের অথবা স্বাস্থ্য কর্মীর পরামর্শ নেন না তাদের এই ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি । কিভাবে প্রতিরোধ করা যায় ? * জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত , নিরাপদ ও কার্যকর । এই টিকা জরায়ুমুখ ক্যান্সার রোগের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে । ১০ তেকে ১৪ বছর বয়সী কিশোরীদের ০১ ডোজ এইচপিভি টিকা প্রদান করার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব । * এছাড়া ৩০ বছরের বেশি বয়স হলেই নিয়মিত জরায়ুমুখ ক্যান্সার নিরুপণ পরীক্ষা করা ও সময়মত উপযুক্ত চিকিৎসা প্রদানের মাধ্যমে এবং কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের মাধমে । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মসূচী : – নগরীরর ৩৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ ম- ৯ ম শ্রেনীর প্রায় ৩৭,৫০০ জন শিক্ষার্থীকে আগামী ১৫ অক্টোবর হতে ০২ নভেম্বর ২০২৩ ইং পর্যন্ত মোট ১০ কর্মদিবসে স্কুল পর্যায়ে এবং ০৪ নভেম্বর হতে ১৬ নভেম্বর ২০২৩ ইং পর্যন্ত মোট ০৮ কর্মদিবসে ০৩ টি স্থায়ী কেন্দ্র ও ১৪৫ টি অস্থায়ী কেন্দ্রে কমিউনিটি পর্যায়ে ১০ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৪,০০০ জন কিশোরীদের মাঝে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাদান ক্যাম্পেইন সংঘঠিত হবে । উক্ত ক্যাম্পেইনে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য । “ এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুর মুখ ক্যান্সার রুখে দিন ” ধন্যবাদান্তে 22-25 ( ডাঃ শেখ মোস্তফা আলী ) মেডিকেল অফিসার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন e – mail : dr.mostofaali81@gmail.com noulla 197।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!