শিরোনাম
বিনামূল্যে ৩৫ জন ছানি রোগির অপারেশন করালো লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ অক্টোবর সেবা মাসে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ বিনামূল্যে ৩৫ জন ছানি রোগির অপরেশন সম্পূর্ণ করেছে। বুধবার ১০ অক্টোবর সকালে শহরের ডিআইটি এলাকায় সহিতুন্নেছা চক্ষু হাসপাতালে তাদের চোখের অপরেশন করা হয়। এসময় উপস্থিথ ছিলেন, রিজিওন চেয়ারপার্সন হেডকোয়াটার পিকনিক লায়ন সাইদুল্লাহ হৃদয় এমজেএফ, রিজিওন চেয়ারপার্সন হেডকেয়াটার প্রটোকল লায়ন মোঃ সায়েদুল ইসলাম শাকিল,
ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন ও লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ক্লাব প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ভূইয়া এমজেএফ, ক্লাব ট্রেজারার লায়ন আলাল উদ্দিন এমজেএফ,
লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সেন্ট্রালের এর প্রেসিডেন্ট অমিত সাহা উপস্থিথ ছিলেন।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর উদ্যোগে অক্টোবর সেবার মাসে ৫০ টি সেবামূলক কার্যক্রম গ্রহন করা হয়েছে। #