শিরোনাম
সাধারণ সভা / লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর চতুর্থ সাধারণ সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর ২০২৫-২০২৬ কার্যবর্ষের চতুর্থ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর ক্যাফেটেরিয়ায় এ অনুষ্ঠিত হয়।
সভায় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট নাসির উদ্দিন মন্টু’র
সভাপতিত্বে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ এ ২ এর ২য় ভাইস গভর্নর ও লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর ডাইরেক্টর লায়ন এমরান ফারুক মইন রানা (পিএমজেএফ), ডাইরেক্ট লায়ন আনঞ্জুমান আরা আকসির (এমজেএফ), মেম্বারশীফ চেয়ারপার্সন লায়ন এ্যাডঃ সাদিয়া আফরোজ মুক্তি ( এমজেএফ ),
ডাইরেক্ট এ্যাডঃ নূরুল হুদা, ডাইরেক্ট,
ক্লাব মার্কেটিং এন্ড কমিউনিকেশন চেয়ারপার্সন লায়ন সাইদুল্লাহ হৃদয়,

ক্লাব টেল টুইস্টার লায়ন জি এম হায়দার আলী বাবলু,
সার্ভিস চেয়ারপার্সন লায়ন শায়েদুল ইসলাম শাকিল, ক্লাব আই পি প্রেসিডেন্ট এ্যাডঃ আশরাফুল আলম সিরাজি রাসেল, পরিচালক লায়ন মোঃ নজরুল ইসলাম, লায়ন মোঃ আলী আকবর, লায়ন এ্যাডভোকেট নুরুল হুদা, লায়ন আলহাজ্ব শাহ আলম, এলসিআইএফ ক্লাব কো-অর্ডিনেটর লায়ন মোঃ মাহাবুব এলাহি,
ক্লাব ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন রাকিবুল হাসান শিমুল,
ক্লাব ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন মোস্তাফিজুর রহমান, ক্লাব ৩য় ভাইস প্রেসিডেন্ট লায়ন আলাল উদ্দিন,
সেক্রেটারী লায়ন এ্যাডভোকেট বিএম হোসেন, টেজারার লায়ন এ্যাডভোকেট জাকির হোসেন, ১ম জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ বিল্লাল হোসেন, ২য় জয়েন্ট সেক্রেটারী লায়ন শামসুর রহমান কাজল, জয়েন্ট ট্রেজারার লায়ন শ্রীকান্ত রায়, জয়েন্ট টেল টুইস্টার লায়ন মোঃ নজরুল ইসলাম সোহেল, টেমার সার্জিস হোসেন তারেক।
সভার প্রথমে পবিত্র কোরআন তোলোয়াত ও লায়ন শপথ বাক্য পাঠ করানো হয়।
পরে গত সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন করা হয়।
অভিষেক অনুষ্ঠানের পর্যালোচনা।
অক্টোবর সেবা কার্যক্রমের মূল্যায়ণ ও সমাপনি অনুষ্ঠানে যোগদান প্রসঙ্গে আলোচনা ও প্রস্তুতি নেওয়া হয়।
কাশিপুর সিকদার বাড়ী চক্ষু শিবির সহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। #




