শিরোনাম
মানবসেবা / লায়ন ক্লাব অব নারায়ণগঞ্জ ৫০জন রোগীর চক্ষু অপারেশন করালেন


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ লায়ন ক্লাব অব নারায়ণগঞ্জ এর সার্বিক ব্যবস্থাপনা ও ক্লাব পরিচালক লায়ন নজরুল ইসলামের সহযোগিতায় ৫০জন রোগীর চক্ষু অপারেশন করা হয়।
গত ২৩ আগস্ট শনিবার শহরের ডিআইটি এলাকায় অবস্থিত শহিতুন্নেছা লায়ন্স আই হাসপাতালে ৫০জন রোগীর চক্ষু অপারেশন করা হয়। ক্লাব অব নারায়ণগঞ্জ এর পরিচালক লায়ন নজরুল ইসলামের সহযোগিতায় কুষ্টিয়া জেলা থেকে এ ৫০ জন রোগী নারায়ণগঞ্জে এনে চক্ষু অপারেশন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপস্থিতি ছিলেন লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট লায়ন নাসির উদ্দিন মন্টু, ক্লাব সেক্রেটারী লায়ন এ্যাডভোকেট বিএম হোসেন, ক্লাব মার্কেটিং এন্ড কমিউনিকেশন চেয়ারপার্সন লায়ন সাইদুল্লাহ হৃদয়,সার্ভিস চেয়ারপার্সন লায়ন শায়েদুল ইসলাম শাকিল, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর পরিচালক লায়ন নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় কুষ্টিয়া জেলা থেকে আগত রোগীরা বিনামূল্যে চিকিৎসা করাতে পেরে সন্তোষ প্রকাশ করেন। #