শিরোনাম
বন্দরে বৈদুতিক র্শটসার্কিট থেকে টিনসেড ঘরে অগ্নিকান্ড
বন্দর প্রতিবেদকঃ বন্দরে বৈদুতিক র্শটসার্কিট থেকে একটি টিনসেট ঘরের ৪টি রুম সম্পর্ন ভাবে পুড়ে গিয়ে প্রায় ৩ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে। গত বুধবার (১৮ অক্টোবর) রাত ১১টায় বন্দর থানার ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ কদম রসুল হাউজিংস্থ অলিম্পিয়া এলাকার জনৈক জাহাঙ্গীর মিয়ার বাসা বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে বন্দর ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে এসে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ গনমাধ্যমকে জানায়, আমরা রাত সোয়া ১১টায় অগ্নিকান্ডের সংবাদ পেয়ে আমাদের দুইটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় কেউ আহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। অগ্নিকান্ডের স্থান থেকে ১০লাখ টাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হই। অগ্নিকান্ডের ঘটনায় ৩ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ্য বাড়ি মালিক সূত্রে জানাগেছে।