শিরোনাম
মাদককারবারী / রূপগঞ্জে বিদেশী ব্রান্ডের মদসহ দুই ব্যবসায়ী আটক


রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভুলতা ফাঁড়ির পুলিশ।
৫ নভেম্বর রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার মাহনা জোড়া মসজিদ এলাকায় অভিযান চালিয়ে বালু হাবিবের ড্রেজারের পরিত্যক্ত একটি ঘর ও পানির হাউজের ভিতর থেকে ২৫ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ উদ্ধার সহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা রূপগঞ্জের বলাইখা এলাকার আয়নাল হকের ছেলে রাব্বি (২২), আড়াইহাজার থানার পুরিন্দা, টেকপাড়া এলাকার কমিজ উদ্দিনের ছেলে তামিম (২৬)।
ভুলতা ফাঁড়ির ইন্সপেক্টর মোস্তাফিজ জানান মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওখান থেকে ম্যাজিক মোমেন্ট, রয়েল স্টাগ, ভ্রমর, শিবাস রিগাল, গেলেন মোর, ডাবল এজেন্ট সিক্সটিন, নামের মোট ২৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকের মামলা প্রক্রিয়াধীন। #