বন্দর গার্লস স্কুলকে পরীক্ষা কেন্দ্র ঘোষণা
বন্দর প্রতিবেদকঃ বন্দরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য বিদ্যাপীঠ বন্দর গার্লস স্কুল এন্ড কলেজকে এসএসসির পরীক্ষা কেন্দ্র ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সম্প্রতি প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে নানা বিষয়াদি পর্যালোচনা শেষে বোর্ড কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে মর্যাদার ভিত্তিতে কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেন।
বন্দর গার্লস স্কুল প্রতিষ্ঠার ৬৩ বছরের ইতিহাসে এই প্রথম পরীক্ষা কেন্দ্র হিসেবে ঘোষণা পাওয়ায় শিক্ষক-গভর্ণিং বডি’র কমিটির কর্মকর্তা ও শিক্ষার্থীগণ বোর্ড কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ ব্যাপারে বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডি’র অন্যতম অভিভাবক প্রতিনিধি কাজী সাইদুর রহমান শাহিন জানান,আমাদের বন্দর গার্লস স্কুল অত্যন্ত খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির খ্যাতি অনুযায়ী বোর্ড কর্তৃপক্ষের কাছে তেমন কোন ম্যাটা থ্রো করা সম্ভব হয়নি কিন্তু আমাদের গর্ভণিং বডিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মাসুদুর রহমান মাসুদ সাহেব সভাপতি হওয়ার পর থেকে এটির সুনাম বিদ্যুৎ গতিতে বাড়ছে।
৬৩ বছরে যা হয়নি মাসুদ সাহেব তা করাতে সক্ষম হয়েছেন। সামনে আশা করি আরো অনেক কিছুই আমরা পাবো। আমি মনে করি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই একজন করে মাসুদুর রহমান থাকলে কোন শিক্ষা প্রতিষ্ঠানই পিছিয়ে থাকবেনা। #