শিরোনাম
বিএনপি’র ডাকা অবরোধ প্রত্যাখ্যান করে রূপগঞ্জে পরিবহন চলাচল শুরু
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ
বিএনপি’ সমোমনা দলের ডাকা সপ্তম দফায় ৪৮ ঘন্টা অবরোধে শেষ দিনে অবরোধ প্রত্যাখ্যান করে পরিবহন চালকরা সব ধরনের যানবাহন চালাতে শুরু করেছে। গাজীপুর চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে পরিবহ চালকরা সকাল থেকে গাড়ি চলাচল শুরু করে দেয়। দশটার দিকে গোলাকাইল এলাকায় গিয়ে দেখা যায় এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোলপ্লাজা থেকে ভুলতা গোলচক্কর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
যানজটে পড়ে থাকা এক ট্রাক ড্রাইভার বাবুল মিয়া বলেন পরিবহন শ্রমিকরা এ অবরোধ প্রত্যাখান করে রাস্তায় গাড়ি বের করেছে তাই আমিও করেছি।
আমরা এ অবরোধ মানি না। অবরোধ না মানার অধিকারও আমার গণতান্ত্রিক অধিকার আছে।
অন্যদিকে বিএনপির নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে সকাল থেকে অবরোধের প্রতিবাদে মিছিল করে আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নিউজ লেখা পর্যন্ত রূপগঞ্জের কোথাও কোন নাশকতার সংবাদ পাওয়া যায়নি।
নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে সকাল থেকে সড়কের গুরুত্বপূর্ণ সকল স্থানেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। গোলাকান্দাইল কাঞ্চন রূপসী বরপা ও যাত্রামুড়া এলাকায় তাদেরকে সর্তক অবস্থায় দেখা যায়। #