শিরোনাম
ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের সৈয়দপুরে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের নারায়ণগঞ্জে সৈয়দপুরে বস্তাবন্দি অজ্ঞাত এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টায় সদর থানার ওই এলাকায় সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন জানান,
দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়রা বস্তা খুলে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবরদেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি বস্তাবন্দি করে এখানে ফেলে যায়।
তবে মরদেহটি কয়েকদিন আগের। নিহতের নাম ও পরিচয় সনাক্ত এবং হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। #