বন্দরে বিভিন্ন ওয়ারেন্ট গ্রেপ্তার-৫
বন্দর প্রতিবেদকঃ বন্দরে দ্রুত বিচার আইন মামলার পলাতক আসামীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৫ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরন করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর রুপালী আবাসিক এলাকার বিল্লাল হোসেন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবু সাইদ (২০) বন্দর সোনাচরা এলাকার মৃত আব্দুস সদা মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাহিম () বন্দর পিচকামতালস্থ গকুলদাসের বাগ এলাকার মোবারক ভান্ডারী ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সোহেল (২৮) গকুলদাসেরবাগ এলাকার মৃত জাকির হোসেন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মতিন (৩০) বন্দর কলাবাড়ি এলাকার আবুল হোসেন মোল্লা মিয়ার ছেলে বন্দর থানার রুজুকৃত দ্রুত বিচার আইন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাগর (৩৫)।
এর আগে গত বুধবার (২০ ডিসেম্বর) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার এএসআই সুলতান,এএসআই মনিরুজ্জামান ও এএসআই জাহিদসহ সঙ্গীয় ফোর্স উল্লেখিত এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করে।#