সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুলের মেধা শিক্ষাবৃত্তি ও সনদ পত্র বিতরণ
সোনারগাঁ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ‘সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুলের’ শিক্ষার্থীদের মেধা শিক্ষাবৃত্তি ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠান ২০২৩ইং অনুষ্ঠিত। শুক্রবার ( ২২ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুলের পাশে অবস্থিত বাড়িমজলিশ মিয়া সাহেবের বাগানবাড়ির মাঠে আবু সাঈদ স্মৃতি ফাউন্ডেশন,মুজিবুর রহমান স্মৃতি ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন ৷
মোট ৯৫জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সনদ পত্র বিতরণ করা হয়। আলহাজ্ব আসাদুজ্জামান প্রধানের সভাপতিত্বে কামাল মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন,জনাব শাহ আলম রুপন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান,জনাব মোঃ রাশেদুল ইসলাম সভাপতি ব্যবস্থাপনা কমিটি ৪৯নং বাড়িমজলিশ প্রাথমিক বিদ্যালয়,
মোঃ গোলাম মোস্তফা গোলাপ শিক্ষানুরাগী ও সমাজ সেবক বাড়িমজলিস,সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষিকা,ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। মেধা শিক্ষাবৃত্তি ও সনদ পত্র বিতরণের পর রাত পর্যন্ত মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। #