নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   শীর্ষ খবর   রূপগঞ্জে হাসপাতালের নাম পাল্টে প্রতারণার ফাঁদ
প্রতারনার ফাঁদ / রূপগঞ্জে হাসপাতালের নাম পাল্টে প্রতারণার ফাঁদ
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

নিজাম উদ্দিন আহমেদ- রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসপাতালের নাম পরিবর্তণ করে নতুন করে প্রতারণা করার অভিযোগ উঠেছে শওকত হোসেইন সুমন নামে এক ভূয়া ডাক্তারের বিরুদ্ধে। শুধু তাই নয়, শওকত হোসেইন সুমন নিজেকে এমবিবিএস ডাক্তার হিসেবে পরিচয় দেওয়ার কারণে এস এইচ এস হেলথ কেয়ার হসপিটাল ও ডিজিটাল ডায়াগনস্টিক্স লিঃ নামক প্রতিষ্ঠান থেকে তাকে র‌্যাব গ্রেপ্তারের পর প্রতারনার দায়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ২ বছরের জেল দেওয়া দেয়। ডেমরায় ভূয়া ডাক্তার হিসেবে ২ বছর জেল খেটে বের হওয়ার পর নতুন প্রতারণার ফাঁদ হিসেবে রূপগঞ্জের কাঞ্চন এলাকায় গড়ে তোলেন এসএমএস হেলথকেয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক্স লিঃ নামে আরেকটি হাসপাতাল।

অনুসন্ধানে জানা গেছে, শওকত হোসেইন সুমন ব্যবসা শাখা থেকে এইচএসসি কোন রকমে পাশ করলেও নিজেকে পরিচয় দিতো চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে। সেই সুবাধে রাজধানী ঢাকার ডেমরা এলাকায় কয়েক বছর আগে গড়ে তোলেন এস এইচ এস হেলথ কেয়ার হসপিটাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার লিঃ নামে একটি বেসরকারি হাসপাতাল। ডেমরা এলাকায় হাসপাতালটি পরিচালনা করা কালীন সময় রোগীদের ভূল চিকিৎসাসহ, বিভিন্ন অনিয়মের নিয়েই চলছিল হাসপাতালটি। এসকল অভিযোগের ভিত্তিতে গত ৩ বছর আগে হাসপাতালটিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অভিযান পরিচালনা। অভিযান পরিচালনা করা কালীন সময় হাসপাতালের চেয়ারম্যান শওকত হোসেইন সুমনের কাছে কোন ডাক্তারি সার্টিফিকেট না পাওয়ায় তাকে ২ বছরের কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানা করে র‌্যাবের সাথে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে দুই বছর জেল খাটার পর নতুন করে প্রতারণা ফাঁদ পাতেন সুমন। এ কারণে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় একটি পরিত্যাক্ত কমিউনিটি সেন্টার ফিরোজ ভুইয়ার কাছ থেকে ভাড়া নেন হাসপাতাল প্রতিষ্ঠার জন্য। হাসপাতালটির বাইরে প্রধান ফটকে নাম এসএমএস হেলস কেয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনিষ্টিক সেন্টার নাম দেওয়া হলেও চুক্তিপত্রে হাসপাতালের নাম দেওয়া হয় এস এইচ এস হেলথ কেয়ার হসপিটাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার লিঃ.।


সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতালটিতে প্রবেশ করতেই নেই কোন রোগীর কোলাহল। হাসপাতালের ভেতরে একজন রিসিপশনিষ্ট, ব্যবস্থাপক ও উপব্যবস্থাপকসহ মোট তিনজন কর্মকর্তা কর্মচারী নিয়েই চলছে হাসপাতাল। হাসপাতালের ডাক্তার ও অন্যান্য স্টাফরা কোথায় জানতে চাইলে কর্তৃপক্ষ জানায় হাসপাতালের ডাক্তার বসে মাঝে মাঝে। এখনো ভালভাবে কোন কিছু শুরু করা হয়নি। কয়েকদিন পর থেকে সবকিছু ভালভাবে শুরু করা হবে বলে জানান তিনি। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালটির অপারেশন থিয়েটার নয় যেন ভূতুরে কক্ষ। শুধু তাই নয় ভিতরে রাখা ল্যাবের কিছু যন্ত্রাংশ মান দাতার আমলের পুরাতন। সঠিক রোগ নির্নয়ে এগুলো কতটা কার্যকর ও নিরাপদ তা নিয়েও আছে প্রশ্ন। নেই পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের সনদ।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রায় ১ বছর আগে হাসপাতালটি চালু করা হলেও এখানো ঠিক মতো কোন ডাক্তার পাওয়া যায় না। এখানে কোন ধরনের পরিক্ষা নিরিক্ষাও করা হচ্ছে না। এ হাসপাতালটির কার্যক্রম শুধু নামমাত্র পরিচালনা করা হয়। শুনেছি এ হাসপাতালটির মালিক ডাক্তার না হয়েও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ২ বছর জেল খেটেছে। এমন একজন ভূয়া ডাক্তার হাসপাতাল দিয়েছে আমাদের এলাকায় যেটি খুবই ন্যাক্কারজনক। আমরা দ্রুত এই হাসপাতালটি বন্ধের দাবি জানাচ্ছি।
হাসপাতাল ভবনের মালিক ফিরোজ ভুইয়া বলেন, হাসপাতালের মালিক সুমন আমার সাথে বারবার চুক্তি ভঙ্গ করেছে। ভাড়া ও এডভান্স বাবদ আমি সুমনের কাছে ৩০ লাখ টাকা পাওনা। টাকা দেওয়ার নামে সে বিভিন্ন টালবাহানা করে আসছে। শুধু তাই নয়, হাসপাতালে কোন রোগী না থাকলেও স্থানীয় লোকদের কাছ থেকে সে শেয়ারের নামে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
হাসপাতালের ব্যবস্থাপক মনি আক্তার জানান, আমাদের হাসপাতালের সবকিছুর অনুমোদন রয়েছে। আমরা সঠিকভাবেই হাসপাতাল পরিচালনা করে আসছি। হাসপাতালের নামে প্রতারণা ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি এ ব্যাপারে কিছুই জানি না হাসপাতালের মালিক এ ব্যাপারে বলতে পারবে।
এ ব্যপারে এসএমএস হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর শাখাওয়াত হোসেন সুমন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা পুরো সত্যি নয়। এর মধ্যে যারা আমার পূর্বের অংশিদার হিসেবে ছিলো তারা আমাকে ফেলে মোটা অংকের টাকা নিয়ে চলে যাচ্ছে, যে জন্য এখন আমি একটু অর্থনৈতিক টানা পোরেনে আছি। তবে আমি হাসপাতাল আবার নতুন করে শুরু করতেছি। আশা করছি সব ঠিক করে ফেলতে পারবো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...